ঢাকা ২২ অক্টোবর, ২০২৪
শিরোনামঃ
মাধবপুরে পুলিশের অভিযানে  ৩৩ বোতল  ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ৫১তম গ্রীষ্নকালীন ক্রীড়া প্রতিযোগিতা ৫১তম গ্রীষ্নকালীন ক্রীড়া প্রতিযোগিতা পিরোজপুর জেলার কৃতি সন্তান ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান ১৪ই অক্টোবর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন রাজশাহীর জেলা পরিষদের প্রশাসকের বিভিন্ন পূজামন্ডপ নেত্রকোনার বারহাট্টায় বৃষ্টিপাতের সময় বিলে মাছ মারতে গিয়ে বজ্রপাতে সেলিম সিদ্দিকী (৫৩) নামে এক ব্যক্তি মারা গেছেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীগনের সংগে মতবিনিময় করেন নেত্রকোনায় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা মাধবপুরে ১০কেজি গাঁজাসহ  এক মাদক কারবারি আটক

র‌্যাব-৫ এর অভিযান হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক-১

#
news image

রাজশাহী নগরীতে পুলিশের অভিযান

আটক-২৫

০৮ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী মেট্রোপলিটন ও ডিবি
পুলিশ ১২টি থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধ অভিযান চালিযে ২৫
জনকে আটক করেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এদের
আটিক করা হয়। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার(মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম জানান বোয়ালিয়া মডেল
থানা ২, চন্দ্রিমা থানা ১,মতিহার থানা ১, কাটাখালি থানা ১৩,
শাহমুকদুম থানা ৪, এয়ারপোর্ট থানা ১, পবা থানা ১, দামকুড়া থানা
১ ও ডিবি পুলিশ ১ জনকে আটক করেছে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত
আসামী , ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ জনকে আটক
করেছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের নিকট থেকে ১৩ গ্রাম
হেরোইন. ৭ বোতল ফেন্সিডিল ও ১০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট জব্দ
করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে আদালতে
সোপর্দ করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
র‌্যাব-৫ এর অভিযান হেরোইনসহ নারী মাদক

ব্যবসায়ী আটক-১

০৮ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি
মোল্লাপাড়া ক্যাম্প হেরোইনসহ ১জন নারী মাদক ব্যবসায়ীকে
আটক করেছে। আটককৃত হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার
কোদালকাটি ভাটপাড়ার মোঃ রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ
শাহানাজ বেগম(৪৮)। আটকের সময় তার নিকট থেকে ৪শত গ্রাম
হেরোইন ও নগত ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। গত শুক্রবার(৭জুন)
দিনগত রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক
করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে
চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস
ব্রিফিংয়ে র‌্যাব-৫ রাজশাহী জানান।

জেলা প্রতিনিধি

০৮ জুন, ২০২৪,  6:14 PM

news image

রাজশাহী নগরীতে পুলিশের অভিযান

আটক-২৫

০৮ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী মেট্রোপলিটন ও ডিবি
পুলিশ ১২টি থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধ অভিযান চালিযে ২৫
জনকে আটক করেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এদের
আটিক করা হয়। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার(মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম জানান বোয়ালিয়া মডেল
থানা ২, চন্দ্রিমা থানা ১,মতিহার থানা ১, কাটাখালি থানা ১৩,
শাহমুকদুম থানা ৪, এয়ারপোর্ট থানা ১, পবা থানা ১, দামকুড়া থানা
১ ও ডিবি পুলিশ ১ জনকে আটক করেছে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত
আসামী , ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ জনকে আটক
করেছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের নিকট থেকে ১৩ গ্রাম
হেরোইন. ৭ বোতল ফেন্সিডিল ও ১০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট জব্দ
করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে আদালতে
সোপর্দ করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
র‌্যাব-৫ এর অভিযান হেরোইনসহ নারী মাদক

ব্যবসায়ী আটক-১

০৮ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি
মোল্লাপাড়া ক্যাম্প হেরোইনসহ ১জন নারী মাদক ব্যবসায়ীকে
আটক করেছে। আটককৃত হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার
কোদালকাটি ভাটপাড়ার মোঃ রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ
শাহানাজ বেগম(৪৮)। আটকের সময় তার নিকট থেকে ৪শত গ্রাম
হেরোইন ও নগত ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। গত শুক্রবার(৭জুন)
দিনগত রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক
করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে
চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস
ব্রিফিংয়ে র‌্যাব-৫ রাজশাহী জানান।