ঢাকা ০৯ ডিসেম্বর, ২০২৪
শিরোনামঃ
বাংলাদেশে খ্রিস্টান লেখক ফোরামের শপথ গ্রহণ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ১ম জানুয়ারি বই উৎসব হচ্ছে না : গণশিক্ষা উপদেষ্টা চঞ্চল্যকর রনি হত্যার বিচারের দাবিতে মা-বাবার আর্তনাদ বোয়ালখালীতে মৌলানা ইসমাইল (রঃ) মৃত্যু - দাফন সম্পন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে : শফিকুল আলম বিচারিক কার্যক্রম আরও সহজলভ্য করা হচ্ছে : প্রধান বিচারপতি জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট বানভাসি মানুষের জন্য কোন কাজে আসছে না ‘মুজিব কিল্লাটি মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ 

মাধবপুরে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক জাতীয় যুব দিবস পালন

#
news image

মাধবপুরে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক জাতীয় যুব দিবস পালন। 
 মোঃ শামীম মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
 
হবিগঞ্জের মাধবপুর উপজেলা, যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক   স্বচ্ছতা হল রুমে  যুবক ও যুবতিদের নিয়ে  এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
আজ শুক্রবার৷ ১নভেম্বর ২৪ইং   সকাল  ১১ঘটিকার সময়    উপজেলা  স্বচ্ছতা হল  রুমে এই যুব দিবসের আয়োজন করা হয় , উক্ত অনুষ্ঠানেটির  যুব উন্নয়নের সহকারি কর্মকর্তা   হারুন ঁঅর রশিদের  সঞ্চালনায়, যুব উন্নয়ন  কর্মকর্তা  জনাব, আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে  পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত দিবসে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার একে এম ফয়সাল, বিশেষ অতিথি হামিদুর রহমান হামদু, 
 সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,
 হাজী গোলাপ  খাঁ  সভাপতি  মাধবপুর  পৌর বিএনপি,, বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার  সভাপতি  সাংবাদিক এস এম শামীম আহমেদ, সাংবাদিক জামাল মোঃ আবু নাসের, মাধবপুর মডেল প্রেসক্লাবে  সভাপতি  সাংবাদিক  আজিজুর রহমান  জয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমদাদুল  ইসলাম মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।   মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন  থেকে  আগত যুব উন্নয়ন কতৃক  প্রশিক্ষণ প্রাপ্ত  প্রশিক্ষণার্থীদের মাঝে  সার্টিফিকেট এবং   যাতায়াত ভাড়া ও ক্ষুদ্র ঋণ  প্রদান করা হয়।  প্রধান অতিথির বক্তব্যে একে এম ফয়সাল  বলেন, শুধু যুব উন্নয়ন  থেকে প্রশিক্ষণ  নিলে হবে  না, প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন উদ্দোক্তা  হিসেবে  গড়ে  তুরতে হবে ,  নিজ এলাকায়  আরো উদ্দোক্তা তৈরি করতে হবে  তাহলে  আপনাদের দ্বারা  সমাজ ও রাষ্ট্রের জন্য বিভিন্ন  ভুমিকা রাখা সম্ভব  হবে বলে আশা করি।
 
 

অনলাইন ডেস্ক

০২ নভেম্বর, ২০২৪,  7:09 PM

news image

মাধবপুরে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক জাতীয় যুব দিবস পালন। 
 মোঃ শামীম মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
 
হবিগঞ্জের মাধবপুর উপজেলা, যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক   স্বচ্ছতা হল রুমে  যুবক ও যুবতিদের নিয়ে  এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
আজ শুক্রবার৷ ১নভেম্বর ২৪ইং   সকাল  ১১ঘটিকার সময়    উপজেলা  স্বচ্ছতা হল  রুমে এই যুব দিবসের আয়োজন করা হয় , উক্ত অনুষ্ঠানেটির  যুব উন্নয়নের সহকারি কর্মকর্তা   হারুন ঁঅর রশিদের  সঞ্চালনায়, যুব উন্নয়ন  কর্মকর্তা  জনাব, আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে  পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত দিবসে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার একে এম ফয়সাল, বিশেষ অতিথি হামিদুর রহমান হামদু, 
 সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,
 হাজী গোলাপ  খাঁ  সভাপতি  মাধবপুর  পৌর বিএনপি,, বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার  সভাপতি  সাংবাদিক এস এম শামীম আহমেদ, সাংবাদিক জামাল মোঃ আবু নাসের, মাধবপুর মডেল প্রেসক্লাবে  সভাপতি  সাংবাদিক  আজিজুর রহমান  জয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমদাদুল  ইসলাম মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।   মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন  থেকে  আগত যুব উন্নয়ন কতৃক  প্রশিক্ষণ প্রাপ্ত  প্রশিক্ষণার্থীদের মাঝে  সার্টিফিকেট এবং   যাতায়াত ভাড়া ও ক্ষুদ্র ঋণ  প্রদান করা হয়।  প্রধান অতিথির বক্তব্যে একে এম ফয়সাল  বলেন, শুধু যুব উন্নয়ন  থেকে প্রশিক্ষণ  নিলে হবে  না, প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন উদ্দোক্তা  হিসেবে  গড়ে  তুরতে হবে ,  নিজ এলাকায়  আরো উদ্দোক্তা তৈরি করতে হবে  তাহলে  আপনাদের দ্বারা  সমাজ ও রাষ্ট্রের জন্য বিভিন্ন  ভুমিকা রাখা সম্ভব  হবে বলে আশা করি।