৫ ‘অবৈধ অভিবাসীকে’ ইসওয়াতিনিতে প্রত্যাবাসনের ঘোষণা ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেক্স :
১৬ জুলাই, ২০২৫, 11:38 AM

৫ ‘অবৈধ অভিবাসীকে’ ইসওয়াতিনিতে প্রত্যাবাসনের ঘোষণা ট্রাম্প প্রশাসনের
ট্রাম্প প্রশাসন মঙ্গলবার পাঁচজন ‘অপরাধী অবৈধ অভিবাসীকে’ তৃতীয় দেশের মাধ্যমে ছোট আফ্রিকান রাজ্য ইসওয়াতিনিতে প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা এক্স-এ লিখেছেন, ‘এই অপরাধী অবৈধ অভিবাসীরা এতটাই বর্বর যে তাদের নিজ দেশগুলো তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে’।
বহিষ্কৃত পুরুষরা ভিয়েতনাম, লাওস, ইয়েমেন, কিউবা এবং জ্যামাইকার নাগরিক।
সুপ্রিম কোর্ট এই পদক্ষেপের অনুমোদন দেওয়ার পর গত ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র আরো আটজন অভিবাসীকে সংঘাত-জর্জরিত দক্ষিণ সুদানে নির্বাসিত করে।
আফ্রিকার শেষ নিরঙ্কুশ রাজতন্ত্র, ইসওয়াতিনি, ১৯৮৬ সাল থেকে রাজা মসোয়াতি তৃতীয়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
৫৭ বছর বয়সী এই শাসক তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য সমালোচিত হয়েছেন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হয়েছেন।
প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিক বেষ্টিত দেশটি পূর্বে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।
আন্তর্জাতিক ডেক্স :
১৬ জুলাই, ২০২৫, 11:38 AM

ট্রাম্প প্রশাসন মঙ্গলবার পাঁচজন ‘অপরাধী অবৈধ অভিবাসীকে’ তৃতীয় দেশের মাধ্যমে ছোট আফ্রিকান রাজ্য ইসওয়াতিনিতে প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা এক্স-এ লিখেছেন, ‘এই অপরাধী অবৈধ অভিবাসীরা এতটাই বর্বর যে তাদের নিজ দেশগুলো তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে’।
বহিষ্কৃত পুরুষরা ভিয়েতনাম, লাওস, ইয়েমেন, কিউবা এবং জ্যামাইকার নাগরিক।
সুপ্রিম কোর্ট এই পদক্ষেপের অনুমোদন দেওয়ার পর গত ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র আরো আটজন অভিবাসীকে সংঘাত-জর্জরিত দক্ষিণ সুদানে নির্বাসিত করে।
আফ্রিকার শেষ নিরঙ্কুশ রাজতন্ত্র, ইসওয়াতিনি, ১৯৮৬ সাল থেকে রাজা মসোয়াতি তৃতীয়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
৫৭ বছর বয়সী এই শাসক তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য সমালোচিত হয়েছেন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হয়েছেন।
প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিক বেষ্টিত দেশটি পূর্বে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।