কালিয়াকৈরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মো: মাসুদুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
২৬ অক্টোবর, ২০২৫, 7:16 PM
কালিয়াকৈরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাওলা আশিক নগর পার্কে গতকাল শনিবার সকাল থেকে দিনব্যপি একর্মী সমাবেশের আয়োজন করে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি। বিশাল এ কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। গাজীপুর জেলা অটোটেম্পো মালিক সমিতির সভাপতি শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির খান। এতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মী সমাবেশে উপজেলা বিএনপির ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অংশ গ্রহণের মাধ্যমে সভাস্থল প্রকম্পিত করে তোলেন।
এসময় বক্তারা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। সিনিয়র নেতারা তাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে গাজীপুর-১ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁনকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী তোলেন।
কর্মি সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আব্বাসউদ্দীন, আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদদীন, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীনসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মো: মাসুদুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
২৬ অক্টোবর, ২০২৫, 7:16 PM
গাজীপুরের কালিয়াকৈরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাওলা আশিক নগর পার্কে গতকাল শনিবার সকাল থেকে দিনব্যপি একর্মী সমাবেশের আয়োজন করে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি। বিশাল এ কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। গাজীপুর জেলা অটোটেম্পো মালিক সমিতির সভাপতি শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির খান। এতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মী সমাবেশে উপজেলা বিএনপির ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অংশ গ্রহণের মাধ্যমে সভাস্থল প্রকম্পিত করে তোলেন।
এসময় বক্তারা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। সিনিয়র নেতারা তাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে গাজীপুর-১ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁনকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী তোলেন।
কর্মি সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আব্বাসউদ্দীন, আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদদীন, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীনসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।