ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬

ফরিদপুরে  তওহীদ ভিত্তিক ‌ আধুনিক ‌ রাষ্ট্র গঠনে ‌হেযবুত তওহীদের প্রস্তাবনা শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত

#
news image

তওহীদ ভিত্তিক ‌ আধুনিক ‌ রাষ্ট্র গঠনে ‌হেযবুত তওহীদের প্রস্তাবনা শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ‌ সকাল দশটায় ‌ ফরিদপুর প্রেসক্লাবের ‌‌ লিয়াকত হোসেন মিলনায়তনে এ উপলক্ষে ‌ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌ সংগঠনের জেলা সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ‌ কেন্দ্রীয় কমিটির সভাপতি ‌ হোসাইন মোহাম্মদ সেলিম। আলোচনা সভায় ‌ প্রধান অতিথির ‌ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ‌ যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান , বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌ ‌ বরিশাল বিভাগের সভাপতি শফিউল আলম ওখবা, মাদারীপুর জেলা শাখার সভাপতি ‌ নূর-নবী, রুহুল আমিন মৃধা আঞ্চলিক সভাপতি বরিশাল অঞ্চল

শোভা রামপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সরোয়ার শেখ ‌, সুভাষচন্দ্র সরকার , গেরদা আলিয়ার মাদ্রাসার অধ্যক্ষ ‌ নওশের আলী ‌ অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ শফিকুল ইসলাম।

সভায় বক্তারা ‌ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। বক্তারা ‌ দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন ‌আমাদের দেশকে অস্থিতিশীল জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে ‌।

 দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য ‌ ‌ একটি মহল ‌ দেশ ও দেশের বাইরে ‌থেকে তৎপরতা ‌ চালাচ্ছে ‌ তারা আমাদের দেশের ‌ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে ‌ লিপ্ত রয়েছে।বক্তারা বলেন দেশের আইনশৃঙ্খলার ‌‌ অবস্থা ‌ বর্তমানে‌ নাযুক ‌। 

প্রতিদিনই ‌ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।‌ সারাদেশে অপরাধ বাড়ছে।

প্রতিপক্ষকে ঘায়েল করার বিভিন্ন কৌশল ‌ অবলম্বন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের ‌ সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে। এভাবে চলতে দেয়া যায় না। বক্তারা বলেন যে সকল রাজনীতিবিদ দেশের কল্যাণে কাজ করে তাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না।নিজেদের মধ্যে সংঘাত করে ‌ ‌ একটা শ্রেণী সুবিধা নেবার চেষ্টা করছেন ‌।‌‌

দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে ‌ দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। সবাইকে এর প্রতিবাদে ‌ একসাথে এগিয়ে আসতে হবে।

জনগণের প্রত্যাশা পূরণে দেশের রাষ্ট্র ব্যবস্থাকে ‌ পাল্টাতে হবে ‌।জনগণের মনোভাবকে বুঝতে হবে ‌।

বক্তারা ‌ পবিত্র কুরআন সুন্নাহর ভিত্তিতে ‌ দেশ পরিচালনা করার আহ্বান ‌জানান তাহলে দেশে শান্তি আসবে। 

অনুষ্ঠানে ‌রাষ্ট্রব্যবস্থার সংস্কারে ‌ হেযবুত তাওহীদের ‌ ছয় দফা প্রস্তাবনা মন্ত্রিপরিষদ, আইন সভা, আনুগত্যের ধারাবাহিকতা, রাষ্ট্রনীতি ‌ রাজনৈতিক দল ও বিচারব্যবস্থা নিয়ে ‌ আলোচনা করা হয়।

ফরিদপুর প্রতিনিধি :

০৯ নভেম্বর, ২০২৫,  2:18 AM

news image

তওহীদ ভিত্তিক ‌ আধুনিক ‌ রাষ্ট্র গঠনে ‌হেযবুত তওহীদের প্রস্তাবনা শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ‌ সকাল দশটায় ‌ ফরিদপুর প্রেসক্লাবের ‌‌ লিয়াকত হোসেন মিলনায়তনে এ উপলক্ষে ‌ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌ সংগঠনের জেলা সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ‌ কেন্দ্রীয় কমিটির সভাপতি ‌ হোসাইন মোহাম্মদ সেলিম। আলোচনা সভায় ‌ প্রধান অতিথির ‌ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ‌ যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান , বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌ ‌ বরিশাল বিভাগের সভাপতি শফিউল আলম ওখবা, মাদারীপুর জেলা শাখার সভাপতি ‌ নূর-নবী, রুহুল আমিন মৃধা আঞ্চলিক সভাপতি বরিশাল অঞ্চল

শোভা রামপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সরোয়ার শেখ ‌, সুভাষচন্দ্র সরকার , গেরদা আলিয়ার মাদ্রাসার অধ্যক্ষ ‌ নওশের আলী ‌ অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ শফিকুল ইসলাম।

সভায় বক্তারা ‌ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। বক্তারা ‌ দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন ‌আমাদের দেশকে অস্থিতিশীল জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে ‌।

 দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য ‌ ‌ একটি মহল ‌ দেশ ও দেশের বাইরে ‌থেকে তৎপরতা ‌ চালাচ্ছে ‌ তারা আমাদের দেশের ‌ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে ‌ লিপ্ত রয়েছে।বক্তারা বলেন দেশের আইনশৃঙ্খলার ‌‌ অবস্থা ‌ বর্তমানে‌ নাযুক ‌। 

প্রতিদিনই ‌ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।‌ সারাদেশে অপরাধ বাড়ছে।

প্রতিপক্ষকে ঘায়েল করার বিভিন্ন কৌশল ‌ অবলম্বন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের ‌ সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে। এভাবে চলতে দেয়া যায় না। বক্তারা বলেন যে সকল রাজনীতিবিদ দেশের কল্যাণে কাজ করে তাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না।নিজেদের মধ্যে সংঘাত করে ‌ ‌ একটা শ্রেণী সুবিধা নেবার চেষ্টা করছেন ‌।‌‌

দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে ‌ দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। সবাইকে এর প্রতিবাদে ‌ একসাথে এগিয়ে আসতে হবে।

জনগণের প্রত্যাশা পূরণে দেশের রাষ্ট্র ব্যবস্থাকে ‌ পাল্টাতে হবে ‌।জনগণের মনোভাবকে বুঝতে হবে ‌।

বক্তারা ‌ পবিত্র কুরআন সুন্নাহর ভিত্তিতে ‌ দেশ পরিচালনা করার আহ্বান ‌জানান তাহলে দেশে শান্তি আসবে। 

অনুষ্ঠানে ‌রাষ্ট্রব্যবস্থার সংস্কারে ‌ হেযবুত তাওহীদের ‌ ছয় দফা প্রস্তাবনা মন্ত্রিপরিষদ, আইন সভা, আনুগত্যের ধারাবাহিকতা, রাষ্ট্রনীতি ‌ রাজনৈতিক দল ও বিচারব্যবস্থা নিয়ে ‌ আলোচনা করা হয়।