ঢাকা ২৭ নভেম্বর, ২০২৫
শিরোনামঃ
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক হোসেন, সদস্য সচিব নান্নু ভালো মানুষকে নির্বাচিত না করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি দ্বিগুণ হবে: মঞ্জু ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াচ্ছে মোগাদিসু: নতুন ভবন, নতুন আশার নগরী পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত ১, আহত অবস্থায় আটক ১ মুন্সিগঞ্জে অস্ত্রসহ যুবককে আটক করে পুলিশে দিল গ্রামবাসী চরভদ্রাসনে বাল্যবিয়ে রোধে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ‎পাঁচবিবিতে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে নবান্ন উৎসব পানছড়িতে ডোর টু ডোর চলছে ধানের শীষের প্রচারনা রাসূল (সাঃ) এর জীবন আদর্শই  ইসলামী নেতৃত্বের মূল চাবিকাটি,ড.আহমদ হাসান চৌধরী শাহান কোম্পানীগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান: অনিয়ম ও ভর্তুকি আত্মসাতের অভিযোগ

রাসূল (সাঃ) এর জীবন আদর্শই  ইসলামী নেতৃত্বের মূল চাবিকাটি,ড.আহমদ হাসান চৌধরী শাহান

#
news image

হবিগন্জের মাধবপুরে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া   উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত   ইসলামী নেতৃত্বের ভবিষ্যৎ ও ছাত্র সমাজের ভূমিকা  শীর্ষক  সম্মেলন।
আজ ২৩ নভেম্বর ২৫ইং রোজ রবিবার  সকাল ১০ঘটিকার সময়  ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল হাই-ইন লিমিটেডের কনপারেন্স রোমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত মাধবপুর উপজেলা তালামীযের সভাপতি মিজবাহ উদ্দীন   শারফিন এর সভাপতিত্বে ছাত্রনেতা রেদ্বওয়ান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে আলোচনা করেন  ঢাকা  বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক  ড.আহমদ হাসান  চৌধুরী  শাহান  ফুলতলী, তিনি বলেন  আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ (সাঃ) এর জীবন আর্দশ চর্চা করাই  মুসলিম ছাত্র সমাজের জন্য করণীয় । কারন নবী  (সা:)এর জীবনাদর্শের  অনুস্মরণ অনুকরণ  যদি কোন মুসলমান করে তাহলে তারা কখনো পথভ্রষ্ট  হতে পারে না। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযে সাধারণ সম্পাদক ছাত্রনেতা  এস এম মানোয়ার হোসেন কেন্দ্রীয় তালামীযে সহ-প্রশিক্ষন সম্পাদক  ছাত্রনেতা ছাদেকুর রহমান ছাদেক, হবিগন্জ জেলা তালামীযের সভাপতি ফয়েজ আহমদ নোমান। মাধবপুর উপজেলা আল-ইসলাহ সভাপতি কাজী আলা উদ্দিন দস্তগীর
সাধারণ সম্পাদক আব্দুল  কাইয়ুম, বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আনোয়ার হোসেন ছালেহী, ও মাধবপুর উপজেলা  তালামীযের সাবেক সভাপতি  মির্জা মোজাম্মেল হক, এস এম শামীম  আহমেদ, সাইফুল্লাহ আলাল  মাধবপুর উপজেলা তালামীয ও আল ইসলাহর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ শামীম মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

২৫ নভেম্বর, ২০২৫,  6:46 AM

news image

হবিগন্জের মাধবপুরে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া   উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত   ইসলামী নেতৃত্বের ভবিষ্যৎ ও ছাত্র সমাজের ভূমিকা  শীর্ষক  সম্মেলন।
আজ ২৩ নভেম্বর ২৫ইং রোজ রবিবার  সকাল ১০ঘটিকার সময়  ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল হাই-ইন লিমিটেডের কনপারেন্স রোমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত মাধবপুর উপজেলা তালামীযের সভাপতি মিজবাহ উদ্দীন   শারফিন এর সভাপতিত্বে ছাত্রনেতা রেদ্বওয়ান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে আলোচনা করেন  ঢাকা  বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক  ড.আহমদ হাসান  চৌধুরী  শাহান  ফুলতলী, তিনি বলেন  আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ (সাঃ) এর জীবন আর্দশ চর্চা করাই  মুসলিম ছাত্র সমাজের জন্য করণীয় । কারন নবী  (সা:)এর জীবনাদর্শের  অনুস্মরণ অনুকরণ  যদি কোন মুসলমান করে তাহলে তারা কখনো পথভ্রষ্ট  হতে পারে না। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযে সাধারণ সম্পাদক ছাত্রনেতা  এস এম মানোয়ার হোসেন কেন্দ্রীয় তালামীযে সহ-প্রশিক্ষন সম্পাদক  ছাত্রনেতা ছাদেকুর রহমান ছাদেক, হবিগন্জ জেলা তালামীযের সভাপতি ফয়েজ আহমদ নোমান। মাধবপুর উপজেলা আল-ইসলাহ সভাপতি কাজী আলা উদ্দিন দস্তগীর
সাধারণ সম্পাদক আব্দুল  কাইয়ুম, বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আনোয়ার হোসেন ছালেহী, ও মাধবপুর উপজেলা  তালামীযের সাবেক সভাপতি  মির্জা মোজাম্মেল হক, এস এম শামীম  আহমেদ, সাইফুল্লাহ আলাল  মাধবপুর উপজেলা তালামীয ও আল ইসলাহর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।