ঢাকা ০৯ মে, ২০২৫
শিরোনামঃ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসলামাবাদের পদক্ষেপ সম্পর্কে তৌহিদকে অবহিত করেছেন সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আসিফ নজরুল ঈদের ছুটি শুরু ৫ জুন, অফিস খোলা থাকবে আগের দুই শনিবার প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি’র চেয়ারপার্সন : ডা. জাহিদ ফ্যাসিবাদী প্রবণতার বিষয়গুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে : সারজিস চীনের সঙ্গে চুক্তি, মোংলা বন্দর পরিণত হবে আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে ঢাবির কলা ভবন সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বৃহস্পতিবার লাওস সীমান্তে সংঘর্ষ, থাইল্যান্ডে পর্যটন স্পট বন্ধ ‘দ্য হিন্দু’র সাংবাদিক নির্যাতনের প্রতিবেদন ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনাল্ডোর বড় ছেলে

কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের পদক অর্জন 

#
news image

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ অংশগ্রহণ করে পদক অর্জন করেছে রাজশাহী শিক্ষা বোর্ড দল।এর মধ্যে দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও ছয়টি তাম্র্য পদক রয়েছে।
 
মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ মোট তিনদিন ধরে কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
এ প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ মাহমুদুন্ন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন, মো. শাহিনুরুল ইসলাম শাহিন ও মো. ফরিদ হোসেন।
 
পদক অর্জনকারীরা হলেন-
 
১. (-) ২৫ কেজি ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি-রৌপ্য পদক (খেলোয়াড়),
 
২. (-) ৬০ কেজি ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা-স্বর্ণ ও তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৩. (-) ৫০ কেজি শ্রেণিতে মো. রুবেল খান-স্বর্ণ পদক (খেলোয়াড়),
 
৪. (-) ৫৫ কেজি শ্রেণিতে মো. রাহুল শেখ মুন-রৌপ্য পদক (খেলোয়াড়),
 
৫. (-) ৩৫ কেজি ওজন শ্রেণিতে সানিউল আলম সানাম-রৌপ্য ও তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৬. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বপ্না শীল-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৭. (-) ৫০ কেজি শ্রেণিতে ঐশী ঘোষ অনু-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৮. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৯. (-) ৪৪ কেজি ওজন শ্রেণিতে অমিত হাসান-তাম্র্য পদক (খেলোয়াড়)।
 
৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-তে মোট ৩৬টি দল অংশগ্রহণ করে।
 
প্রতিযোগিতার পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
 
এছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়রা।
 
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীও এসময় উপস্থিত ছিলেন।

রাজশাহী প্রতিনিধি :

১২ মার্চ, ২০২৫,  6:40 PM

news image

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ অংশগ্রহণ করে পদক অর্জন করেছে রাজশাহী শিক্ষা বোর্ড দল।এর মধ্যে দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও ছয়টি তাম্র্য পদক রয়েছে।
 
মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ মোট তিনদিন ধরে কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
এ প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ মাহমুদুন্ন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন, মো. শাহিনুরুল ইসলাম শাহিন ও মো. ফরিদ হোসেন।
 
পদক অর্জনকারীরা হলেন-
 
১. (-) ২৫ কেজি ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি-রৌপ্য পদক (খেলোয়াড়),
 
২. (-) ৬০ কেজি ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা-স্বর্ণ ও তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৩. (-) ৫০ কেজি শ্রেণিতে মো. রুবেল খান-স্বর্ণ পদক (খেলোয়াড়),
 
৪. (-) ৫৫ কেজি শ্রেণিতে মো. রাহুল শেখ মুন-রৌপ্য পদক (খেলোয়াড়),
 
৫. (-) ৩৫ কেজি ওজন শ্রেণিতে সানিউল আলম সানাম-রৌপ্য ও তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৬. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বপ্না শীল-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৭. (-) ৫০ কেজি শ্রেণিতে ঐশী ঘোষ অনু-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৮. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৯. (-) ৪৪ কেজি ওজন শ্রেণিতে অমিত হাসান-তাম্র্য পদক (খেলোয়াড়)।
 
৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-তে মোট ৩৬টি দল অংশগ্রহণ করে।
 
প্রতিযোগিতার পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
 
এছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়রা।
 
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীও এসময় উপস্থিত ছিলেন।