ঢাকা ০৪ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন ৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয় বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে : আলী রীয়াজ ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম পিআর পদ্ধতির নির্বাচন বিভেদ-বিভাজন তৈরি করবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার ওপর মতামত আহবান সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে

#
news image

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রশাসক হিসেবে মুহাম্মদ আনোয়ার পাশার  মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে। 

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত চিঠিতে প্রশাসক হিসেবে মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রশাসকের বর্তমান মেয়াদ ৮ জুলাই শেষ হলেও বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী মন্ত্রণালয় নতুন করে তার মেয়াদ ৬০ দিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা যায়, চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। নিয়মিত কার্যক্রম ও একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসকের মেয়াদ আরও বাড়ানোর জন্য ২৩ জুন চেম্বারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

গত বছরের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে চেম্বারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগে আন্দোলন করে আসছিলেন। ব্যবসায়ীদের প্রতিবাদ এবং দাবির মুখে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজসহ ২৪ পরিচালক পদত্যাগ করেন। পদত্যাগ করার পর গত বছরের ২ সেপ্টেম্বর চেম্বারের সাবেক সভাপতি প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বরাবর অনুরোধ জানিয়েছিলেন। এরপর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত আদেশে নবনিযুক্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছিল। 

প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন ২৪ সদস্যের পর্ষদ ২০২৩ সালের ৬ আগস্ট চেম্বারের প্রেসিডিয়াম এবং বোর্ডের দায়িত্ব নিয়েছিল। বর্তমানে যুগ্মসচিব পদমর্যাদার মুহাম্মদ আনোয়ার পাশা বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

নিজস্ব প্রতিবেদক :

০৪ জুলাই, ২০২৫,  4:21 AM

news image

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রশাসক হিসেবে মুহাম্মদ আনোয়ার পাশার  মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে। 

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত চিঠিতে প্রশাসক হিসেবে মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রশাসকের বর্তমান মেয়াদ ৮ জুলাই শেষ হলেও বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী মন্ত্রণালয় নতুন করে তার মেয়াদ ৬০ দিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা যায়, চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। নিয়মিত কার্যক্রম ও একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসকের মেয়াদ আরও বাড়ানোর জন্য ২৩ জুন চেম্বারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

গত বছরের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে চেম্বারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগে আন্দোলন করে আসছিলেন। ব্যবসায়ীদের প্রতিবাদ এবং দাবির মুখে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজসহ ২৪ পরিচালক পদত্যাগ করেন। পদত্যাগ করার পর গত বছরের ২ সেপ্টেম্বর চেম্বারের সাবেক সভাপতি প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বরাবর অনুরোধ জানিয়েছিলেন। এরপর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত আদেশে নবনিযুক্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছিল। 

প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন ২৪ সদস্যের পর্ষদ ২০২৩ সালের ৬ আগস্ট চেম্বারের প্রেসিডিয়াম এবং বোর্ডের দায়িত্ব নিয়েছিল। বর্তমানে যুগ্মসচিব পদমর্যাদার মুহাম্মদ আনোয়ার পাশা বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।