ঢাকা ০৯ ডিসেম্বর, ২০২৪
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রাজশাহীতে বিকেএসপির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর কুষ্টিয়াতে শীতের পিঠা বিক্রির ধুম বাংলাদেশে খ্রিস্টান লেখক ফোরামের শপথ গ্রহণ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ১ম জানুয়ারি বই উৎসব হচ্ছে না : গণশিক্ষা উপদেষ্টা চঞ্চল্যকর রনি হত্যার বিচারের দাবিতে মা-বাবার আর্তনাদ বোয়ালখালীতে মৌলানা ইসমাইল (রঃ) মৃত্যু - দাফন সম্পন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে : শফিকুল আলম বিচারিক কার্যক্রম আরও সহজলভ্য করা হচ্ছে : প্রধান বিচারপতি

সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম

#
news image

সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। ফলে পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ। তবে সেই তুলনায় দাম কমেনি খুচরা বাজারে। এদিকে জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চল থেকে আসা সব ধরনের সবজির দাম এখনো বাড়তি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। বাড়তি দামের কারণ হিসেবে যোগানে সংকট থাকার কথা জানিয়েছেন আড়তদাররা। তবে দ্রুতই সবজির দাম আরও কমবে বলে জানান সংশ্লিষ্টরা।

আজ (১০ নভেম্বর) রবিবার সকালে সরেজমিনে জেলা সদরের বড় বাজার, মেছুয়া বাজার, ঘুষের বাজার, সাতপাই রেলক্রসিং বাজারসহ বিভিন্ন উপজেলার ছোট-বড় বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি প্রায় ১০-২০ টাকা কমেছে সব ধরনের সবজির দাম।

জেলা সদরের মেছুয়া বাজারের সবজি বিক্রেতা কামাল তালুকদার ও জসিম মিয়ার সাথে কথা বললে তারা জানান, পাইকারিতে প্রায় সব সবজির দাম ২০ টাকা কমেছে। তাই খুচরা বাজারেও ১৫-২০ টাকা কমেছে। গত সপ্তাহে পটল বিক্রি করেছি ৮০ টাকা, যা এখন ৬০ টাকা, প্রতি কেজি করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁচা টমেটো ৪০-৫০ টাকা, পাকা টমেটো ১১০ টাকা, বরবটি ৬০ টাকা দরে বিক্রি করছি। তবে শীতের আগাম সবজি শিমের দাম কিছুটা বেশি। বর্তমানে সিম ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি। ছোট আকারের ফুলকপি প্রতি পিস ৪০-৪৫ টাকা, কাঁচা টমেটো ৫০-৬০ টাকা, পাকা টমেটো ১১০ টাকা, কাঁচা মরিচ ২০০-২৫০ টাকা দরে এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করছি। গত সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি ছিল ৮০-৯০ টাকা।

বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজারের সবজি বিক্রেতা রুবেল জানান, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বেগুন ১০ টাকা কমে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা ১০০ টাকা, লাল শাক ৩০ থেকে ৪০ টাকা, মুলা শাক ৩৫ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৮০ টাকা, আলু ৭০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৪৫ টাকা, ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছসাতপাই এলাকার ক্রেতা বিজয় দাস জানান, কাচা বাজারসহ বিভিন্ন বাজারে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মাস চালানোই কঠিন হয়ে পড়েছে। বাজারে গেলেই জিনিস পত্রের দাম শুনেই নিজেকে অসহায় মনে হয়।

মোহনগঞ্জের পৌর শহরের বাজারে বাজার করতে আসা ভ্যান চালক সজীব মিয়া বলেন, আমি নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে ১০০০ টাকা আয় করে মালিকের ভ্যান জমার টাকা পরিশোধ করে ৫০০-৬০০ টাকার মতো পকেটে থাকে। বর্তমানে বাজারে আসলেই জিনিসপত্রের বেশি দামে নাজেহাল হয়ে গেছি।ঠাকুরাকোনা বাজারের ক্রেতা বাপ্পি নন্দী বলেন, বাজারে সস্তার খাবার হলো শাক সবজি। সেটার দামও যদি এমন থাকে তাহলে আমরা খাবো কি? যে টাকা নিয়ে আসলে আগে ব্যাগ ভরে সবজি নিয়ে বাড়িতে যেতাম, এখন সেই পরিমাণ টাকায় ব্যাগের অর্ধেকও ভরে না।

পাইকারী ব্যবসায়ী মো. কালাম ও সন্দীপ সরকার জানান, যেদিন বাজারে সবজি কম আসে, সেদিন কিছুটা দাম বাড়তি থাকে। এ ছাড়া স্থানীয় সবজিগুলো এখান থেকে কমে কিনে খুচরা দোকানিরা বাড়িয়ে বিক্রি করে। খুব শিগগিরই দাম আরও কমবে বলে আশ্বাস দেন তিনি।

 

অনলাইন ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪,  1:20 PM

news image

সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। ফলে পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ। তবে সেই তুলনায় দাম কমেনি খুচরা বাজারে। এদিকে জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চল থেকে আসা সব ধরনের সবজির দাম এখনো বাড়তি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। বাড়তি দামের কারণ হিসেবে যোগানে সংকট থাকার কথা জানিয়েছেন আড়তদাররা। তবে দ্রুতই সবজির দাম আরও কমবে বলে জানান সংশ্লিষ্টরা।

আজ (১০ নভেম্বর) রবিবার সকালে সরেজমিনে জেলা সদরের বড় বাজার, মেছুয়া বাজার, ঘুষের বাজার, সাতপাই রেলক্রসিং বাজারসহ বিভিন্ন উপজেলার ছোট-বড় বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি প্রায় ১০-২০ টাকা কমেছে সব ধরনের সবজির দাম।

জেলা সদরের মেছুয়া বাজারের সবজি বিক্রেতা কামাল তালুকদার ও জসিম মিয়ার সাথে কথা বললে তারা জানান, পাইকারিতে প্রায় সব সবজির দাম ২০ টাকা কমেছে। তাই খুচরা বাজারেও ১৫-২০ টাকা কমেছে। গত সপ্তাহে পটল বিক্রি করেছি ৮০ টাকা, যা এখন ৬০ টাকা, প্রতি কেজি করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁচা টমেটো ৪০-৫০ টাকা, পাকা টমেটো ১১০ টাকা, বরবটি ৬০ টাকা দরে বিক্রি করছি। তবে শীতের আগাম সবজি শিমের দাম কিছুটা বেশি। বর্তমানে সিম ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি। ছোট আকারের ফুলকপি প্রতি পিস ৪০-৪৫ টাকা, কাঁচা টমেটো ৫০-৬০ টাকা, পাকা টমেটো ১১০ টাকা, কাঁচা মরিচ ২০০-২৫০ টাকা দরে এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করছি। গত সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি ছিল ৮০-৯০ টাকা।

বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজারের সবজি বিক্রেতা রুবেল জানান, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বেগুন ১০ টাকা কমে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা ১০০ টাকা, লাল শাক ৩০ থেকে ৪০ টাকা, মুলা শাক ৩৫ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৮০ টাকা, আলু ৭০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৪৫ টাকা, ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছসাতপাই এলাকার ক্রেতা বিজয় দাস জানান, কাচা বাজারসহ বিভিন্ন বাজারে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মাস চালানোই কঠিন হয়ে পড়েছে। বাজারে গেলেই জিনিস পত্রের দাম শুনেই নিজেকে অসহায় মনে হয়।

মোহনগঞ্জের পৌর শহরের বাজারে বাজার করতে আসা ভ্যান চালক সজীব মিয়া বলেন, আমি নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে ১০০০ টাকা আয় করে মালিকের ভ্যান জমার টাকা পরিশোধ করে ৫০০-৬০০ টাকার মতো পকেটে থাকে। বর্তমানে বাজারে আসলেই জিনিসপত্রের বেশি দামে নাজেহাল হয়ে গেছি।ঠাকুরাকোনা বাজারের ক্রেতা বাপ্পি নন্দী বলেন, বাজারে সস্তার খাবার হলো শাক সবজি। সেটার দামও যদি এমন থাকে তাহলে আমরা খাবো কি? যে টাকা নিয়ে আসলে আগে ব্যাগ ভরে সবজি নিয়ে বাড়িতে যেতাম, এখন সেই পরিমাণ টাকায় ব্যাগের অর্ধেকও ভরে না।

পাইকারী ব্যবসায়ী মো. কালাম ও সন্দীপ সরকার জানান, যেদিন বাজারে সবজি কম আসে, সেদিন কিছুটা দাম বাড়তি থাকে। এ ছাড়া স্থানীয় সবজিগুলো এখান থেকে কমে কিনে খুচরা দোকানিরা বাড়িয়ে বিক্রি করে। খুব শিগগিরই দাম আরও কমবে বলে আশ্বাস দেন তিনি।