ঢাকা ০৪ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন ৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয় বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে : আলী রীয়াজ ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম পিআর পদ্ধতির নির্বাচন বিভেদ-বিভাজন তৈরি করবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার ওপর মতামত আহবান সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

শিল্পকলা একাডেমিতে নাটক ‘দেয়াল জানে সব’ মঞ্চায়ন বৃহস্পতিবার

#
news image

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘দেয়াল জানে সব’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন আগামীকাল।

একই মঞ্চে ২০ জুন সন্ধ্যা ৭টায় একই নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। 

সকলের জন্য উন্মুক্ত এ নাটক দুইদিনেই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলানায়তনে মঞ্চস্থ করা হবে। 

নাটকটির কাহিনির কেন্দ্রে রয়েছে এক নীরব চরিত্র- ‘দেয়াল’। সে দেখছে সব, জানে সব। তার চোখের সামনে রিকশাচালক রহিমুদ্দিনের মৃত্যু, বিশ্ববিদ্যালয় ছাত্র রুদ্রের প্রাণচাঞ্চল্য ম্লান হয়ে যাওয়া, গার্মেন্টসকর্মী আসমার স্বপ্নভঙ্গ, শিশু রাফির নির্মম বিদায় আর হাসপাতালের করুণ চিত্র- সবই ফুটে উঠেছে প্রতীকী কফিনের মাধ্যমে।

নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল নাটকটি পরিবেশনা করবে। ‘দেয়াল জানে সব’ সমকালীন বাস্তবতার গর্ভে জন্ম নেয়া একটি নাটক। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন শাকিল আহমেদ সনেট। 

নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন, ‘এ নাটকটি আমার কাছে কেবল পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু হেরে না যাওয়া এবং  আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়। যেখানে দর্শক দেখবে মৃত্যুর মুখ, আবার শুনবে জীবনের গান। যেখানে কফিনের নৈঃশব্দ্য ছাপিয়ে উঠবে জন্মের স্পন্দন। এই প্রয়াস উৎসর্গ তাদের জন্য, যারা হারিয়ে গিয়েও ফিরে আসে প্রতিটি বিপ্লবের ভোরে।’

‘দেয়াল জানে সব’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। 

সেট ও প্রপস পরিকল্পনা করেছেন উৎপল নীল, সুর ও সংগীতে অর্পা খন্দকার চাঁদনী, পোশাক পরিকল্পনায় শাকিল আহমেদ সনেট ও উৎপল নীল, কোরিওগ্রাফিতে কৃষ্ণ ও জয়ন্ত এবং আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক :

১৯ জুন, ২০২৫,  6:37 AM

news image

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘দেয়াল জানে সব’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন আগামীকাল।

একই মঞ্চে ২০ জুন সন্ধ্যা ৭টায় একই নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। 

সকলের জন্য উন্মুক্ত এ নাটক দুইদিনেই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলানায়তনে মঞ্চস্থ করা হবে। 

নাটকটির কাহিনির কেন্দ্রে রয়েছে এক নীরব চরিত্র- ‘দেয়াল’। সে দেখছে সব, জানে সব। তার চোখের সামনে রিকশাচালক রহিমুদ্দিনের মৃত্যু, বিশ্ববিদ্যালয় ছাত্র রুদ্রের প্রাণচাঞ্চল্য ম্লান হয়ে যাওয়া, গার্মেন্টসকর্মী আসমার স্বপ্নভঙ্গ, শিশু রাফির নির্মম বিদায় আর হাসপাতালের করুণ চিত্র- সবই ফুটে উঠেছে প্রতীকী কফিনের মাধ্যমে।

নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল নাটকটি পরিবেশনা করবে। ‘দেয়াল জানে সব’ সমকালীন বাস্তবতার গর্ভে জন্ম নেয়া একটি নাটক। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন শাকিল আহমেদ সনেট। 

নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন, ‘এ নাটকটি আমার কাছে কেবল পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু হেরে না যাওয়া এবং  আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়। যেখানে দর্শক দেখবে মৃত্যুর মুখ, আবার শুনবে জীবনের গান। যেখানে কফিনের নৈঃশব্দ্য ছাপিয়ে উঠবে জন্মের স্পন্দন। এই প্রয়াস উৎসর্গ তাদের জন্য, যারা হারিয়ে গিয়েও ফিরে আসে প্রতিটি বিপ্লবের ভোরে।’

‘দেয়াল জানে সব’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। 

সেট ও প্রপস পরিকল্পনা করেছেন উৎপল নীল, সুর ও সংগীতে অর্পা খন্দকার চাঁদনী, পোশাক পরিকল্পনায় শাকিল আহমেদ সনেট ও উৎপল নীল, কোরিওগ্রাফিতে কৃষ্ণ ও জয়ন্ত এবং আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস।