ঢাকা ০৪ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন ৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয় বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে : আলী রীয়াজ ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম পিআর পদ্ধতির নির্বাচন বিভেদ-বিভাজন তৈরি করবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার ওপর মতামত আহবান সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

উখিয়া চাঞ্চল্যকর খুন ও ডাকাতি কাণ্ডে জড়িত কুখ্যাত ডাকাত শরিফ গ্রেফতার

#
news image

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ায় সংঘটিত চাঞ্চল্যকর খুন ও সশস্ত্র ডাকাতি মামলার মূলহোতা কুখ্যাত ডাকাত আহমদ শরিফ ও তার সহযোগী রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

গত ২৩ জুন রাতে মৃত নুরুল আমিন ও হাছান আলীর বাড়িতে সংঘবদ্ধ একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। রাত আনুমানিক ৮টায় আহমদ শরিফের নেতৃত্বে ৭/৮ জন ডাকাত অবৈধ আগ্নেয়াস্ত্র, দা, ছুরি ও শাবল নিয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। ঘরে থাকা ৯৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি স্মার্টফোন লুট করে ডাকাতরা।

চিৎকার শুনে নুরুল আমিন ও তার ভাই হাছান আলী ডাকাতদের বাধা দিলে শরিফ তার চিহ্নিত শত্রু নুরুল আমিনকে বগলের নিচে গুলি করে। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ও অন্যান্য স্বজনেরা ডাকাতদের চিনে ফেলায় ডাকাত শরিফের বিরুদ্ধেই দায়ের হয় খুনসহ ডাকাতির মামলা (ধারা ৩৯৬)।

ঘটনার পরপরই র‍্যাব-১৫ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর র‍্যাব-১৫ গতকাল রাতে উখিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে জালিয়াপালংয়ের পূর্ব নুরার ডেইলে প্রধান আসামি আহমদ শরিফ ও রত্নাপালংয়ের রেজাউল করিমকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়'৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র'১ রাউন্ড তাজা গুলি '১টি খালি কার্তুজ

গ্রেফতারকৃতরা হলেন আহমদ শরিফ ওরফে শরিফ্যা ডাকাত (প্রধান আসামি) পিতা- ওমর মিয়া, মাতা- রাশেদা খাতুন, সাং- পূর্ব নুরার ডেইল, জালিয়াপালং, উখিয়া। রেজাউল করিম ওরফে বাবুল

পিতা- ছৈয়দ আলম, মাতা- মমতাজা বেগম, সাং- পশ্চিম রত্না, রত্নাপালং, উখিয়া।

র‍্যাব-১৫ জানায়, এই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িত বাকি ডাকাতদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাবের প্রতিশ্রুতি, “চল যাই যুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে”এ লক্ষ্যেই চলবে অভিযান।

অস্ত্রধারী, মাদককারবারী, অপহরণকারী কিংবা ডাকাত,যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র‍্যাব। এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  11:03 PM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ায় সংঘটিত চাঞ্চল্যকর খুন ও সশস্ত্র ডাকাতি মামলার মূলহোতা কুখ্যাত ডাকাত আহমদ শরিফ ও তার সহযোগী রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

গত ২৩ জুন রাতে মৃত নুরুল আমিন ও হাছান আলীর বাড়িতে সংঘবদ্ধ একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। রাত আনুমানিক ৮টায় আহমদ শরিফের নেতৃত্বে ৭/৮ জন ডাকাত অবৈধ আগ্নেয়াস্ত্র, দা, ছুরি ও শাবল নিয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। ঘরে থাকা ৯৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি স্মার্টফোন লুট করে ডাকাতরা।

চিৎকার শুনে নুরুল আমিন ও তার ভাই হাছান আলী ডাকাতদের বাধা দিলে শরিফ তার চিহ্নিত শত্রু নুরুল আমিনকে বগলের নিচে গুলি করে। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ও অন্যান্য স্বজনেরা ডাকাতদের চিনে ফেলায় ডাকাত শরিফের বিরুদ্ধেই দায়ের হয় খুনসহ ডাকাতির মামলা (ধারা ৩৯৬)।

ঘটনার পরপরই র‍্যাব-১৫ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর র‍্যাব-১৫ গতকাল রাতে উখিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে জালিয়াপালংয়ের পূর্ব নুরার ডেইলে প্রধান আসামি আহমদ শরিফ ও রত্নাপালংয়ের রেজাউল করিমকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়'৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র'১ রাউন্ড তাজা গুলি '১টি খালি কার্তুজ

গ্রেফতারকৃতরা হলেন আহমদ শরিফ ওরফে শরিফ্যা ডাকাত (প্রধান আসামি) পিতা- ওমর মিয়া, মাতা- রাশেদা খাতুন, সাং- পূর্ব নুরার ডেইল, জালিয়াপালং, উখিয়া। রেজাউল করিম ওরফে বাবুল

পিতা- ছৈয়দ আলম, মাতা- মমতাজা বেগম, সাং- পশ্চিম রত্না, রত্নাপালং, উখিয়া।

র‍্যাব-১৫ জানায়, এই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িত বাকি ডাকাতদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাবের প্রতিশ্রুতি, “চল যাই যুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে”এ লক্ষ্যেই চলবে অভিযান।

অস্ত্রধারী, মাদককারবারী, অপহরণকারী কিংবা ডাকাত,যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র‍্যাব। এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।