ঈশ্বরগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
১৬ জুলাই, ২০২৫, 11:36 AM

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিতে কাজ করতে গিয়ে মো. আব্দুল জলিল (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) আনুমানিক বেলা আড়াইটার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ-পাছাইল গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শরাফ উদ্দিন।
দুই মাঠে খেলে ভুটানের জালে 'এক হালি' মেয়েদেরদুই মাঠে খেলে ভুটানের জালে 'এক হালি' মেয়েদের
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কোদাল দিয়ে জমির আল নিতে যান আব্দুল জলিল। এ সময় তীব্র বাতাসের সাথে ঝড়বৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঈশ্বরগঞ্জ পুলিশের একটি টিম।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
১৬ জুলাই, ২০২৫, 11:36 AM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিতে কাজ করতে গিয়ে মো. আব্দুল জলিল (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) আনুমানিক বেলা আড়াইটার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ-পাছাইল গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শরাফ উদ্দিন।
দুই মাঠে খেলে ভুটানের জালে 'এক হালি' মেয়েদেরদুই মাঠে খেলে ভুটানের জালে 'এক হালি' মেয়েদের
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কোদাল দিয়ে জমির আল নিতে যান আব্দুল জলিল। এ সময় তীব্র বাতাসের সাথে ঝড়বৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঈশ্বরগঞ্জ পুলিশের একটি টিম।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।