ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
সদরপুরে মমিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদ আওয়াামী লীগের কর্মকান্ডের সাথে মিলে যাচ্ছে-কেন্দ্রীয় শিবির সভাপতি উন্নত জাতের ছাগল পালন করে সফল খামারি দুলাল খান কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি : মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুর্গার পর এবার শ্যামা পূজা, ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পী ও আয়োজকদের ধানের শীষের মনোনয়ন দিবে যাকে আমরা মিলেমিশে নির্বাচন করব তার সাথে-নুরুল আফসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগে তোলপাড় গাইবান্ধা জেলা বাগেরহাটে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন আনোয়ার হোসেন মৃধা  ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন বারেক সরকার

গাসিকের সব দায়িত্বে থাকা বিতর্কিত সুদীপ বসাকের অপসারণ দাবিতে গাজীপুরে সর্বদলীয় মানববন্ধন

#
news image

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) থেকে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) পর্যন্ত দুর্নীতির অভিযোগে ঘেরা কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) সুদীপ বসাকের অপসারণের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন। এতে অংশ নেন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিধিবহির্ভূতভাবে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী থেকে সুদীপ বসাক বর্তমানে গাসিকের বিদ্যুৎ, পানি সরবরাহ, যান্ত্রিক, বর্জ্য ব্যবস্থাপনা ও সিভিল—এই চারটি গুরুত্বপূর্ণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। চাকরিবিধি উপেক্ষা করে পদোন্নতি, ভুয়া নিয়োগপত্র, মিথ্যা বিল-ভাউচার ও সরকারি অর্থ আত্মসাৎসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে দায়িত্ব পালনের সময় থেকেই সুদীপ বসাকের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়ম, স্বজনপ্রীতি ও ভুয়া টেন্ডারের অভিযোগে দুদকের তদন্ত চলছে। তবুও প্রশাসনের একাংশের ছত্রছায়ায় তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন।
মানববন্ধনে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি ও গাসিকের অধুনা বিলুপ্ত পরিষদের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার নেতৃত্বে বক্তারা বলেন, “সরকারি নিয়োগবিধি অমান্য করে এমন দুর্নীতিবাজ কর্মকর্তা কীভাবে একসাথে চারটি গুরুত্বপূর্ণ বিভাগের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, তা জনগণের জানার অধিকার।”
তারা অবিলম্বে সুদীপ বসাকের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ, গাজীপুর সিটি করপোরেশনের ভুয়া বিল-ভাউচার দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত এবং চট্টগ্রাম-গাজীপুর দুই সিটি করপোরেশনে তার নিয়োগ–পদোন্নতি সংক্রান্ত রেকর্ড পর্যালোচনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “একজন হাজিরাভিত্তিক কর্মচারী কীভাবে ১০ বছরের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হতে পারে—এটা প্রশাসনিক দুর্নীতির ভয়াবহ নজির।”
মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। তারা বলেন, “জনগণের টাকায় দুর্নীতির কারিশমা আর চলতে দেওয়া হবে না।”

গাজীপুর প্রতিনিধি :

১৯ অক্টোবর, ২০২৫,  11:59 PM

news image

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) থেকে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) পর্যন্ত দুর্নীতির অভিযোগে ঘেরা কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) সুদীপ বসাকের অপসারণের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন। এতে অংশ নেন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিধিবহির্ভূতভাবে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী থেকে সুদীপ বসাক বর্তমানে গাসিকের বিদ্যুৎ, পানি সরবরাহ, যান্ত্রিক, বর্জ্য ব্যবস্থাপনা ও সিভিল—এই চারটি গুরুত্বপূর্ণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। চাকরিবিধি উপেক্ষা করে পদোন্নতি, ভুয়া নিয়োগপত্র, মিথ্যা বিল-ভাউচার ও সরকারি অর্থ আত্মসাৎসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে দায়িত্ব পালনের সময় থেকেই সুদীপ বসাকের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়ম, স্বজনপ্রীতি ও ভুয়া টেন্ডারের অভিযোগে দুদকের তদন্ত চলছে। তবুও প্রশাসনের একাংশের ছত্রছায়ায় তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন।
মানববন্ধনে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি ও গাসিকের অধুনা বিলুপ্ত পরিষদের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার নেতৃত্বে বক্তারা বলেন, “সরকারি নিয়োগবিধি অমান্য করে এমন দুর্নীতিবাজ কর্মকর্তা কীভাবে একসাথে চারটি গুরুত্বপূর্ণ বিভাগের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, তা জনগণের জানার অধিকার।”
তারা অবিলম্বে সুদীপ বসাকের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ, গাজীপুর সিটি করপোরেশনের ভুয়া বিল-ভাউচার দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত এবং চট্টগ্রাম-গাজীপুর দুই সিটি করপোরেশনে তার নিয়োগ–পদোন্নতি সংক্রান্ত রেকর্ড পর্যালোচনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “একজন হাজিরাভিত্তিক কর্মচারী কীভাবে ১০ বছরের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হতে পারে—এটা প্রশাসনিক দুর্নীতির ভয়াবহ নজির।”
মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। তারা বলেন, “জনগণের টাকায় দুর্নীতির কারিশমা আর চলতে দেওয়া হবে না।”