ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

#
news image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা প্রস্তুতি নিশ্চিত করতে সপ্তাহব্যাপী অগ্নিনিরাপত্তা পরিদর্শন কার্যক্রম পালনের নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা কার্যালয়ে (সিএও) আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করতে এক সপ্তাহব্যাপী অগ্নিনিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন পরিচালনার নির্দেশ দিয়েছেন ।’

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্রসেবা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা অধ্যাপক ড. নাজরুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।

শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের নিজ নিজ অধীনস্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করার আহ্বান জানান।

এর আগে বৈঠকে বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাম্প্রতিক বিমানবন্দর অগ্নিকাণ্ড-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। তিনি জানান, কার্গো ও ফ্লাইট পরিচালনা এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

তবে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কার্গো ভবনটি এখনও পরিদর্শনাধীন রয়েছে।

বুয়েটের ড. ফখরুল আমিনের নেতৃত্বে একটি কারিগরি দল ক্ষতিগ্রস্ত ভবনটি কত দ্রুত ব্যবহারযোগ্য করা সম্ভব, তা মূল্যায়ন করবে।

অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে সরকার যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডসহ অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও ফরেনসিক সহায়তা চেয়েছে বলে জানান প্রেস সচিব।

তিনি আরও জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে পুলিশ সদস্যদের জন্য বডি-ক্যামেরা ব্যবহার ও ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের সম্ভাবনাও আলোচনায় আসে—নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে।

এ বিষয়ে আইনগতভাবে কীভাবে তা বাস্তবায়ন করা যেতে পারে এবং পরিচালনার কাঠামো কী হবে, সে বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক :

২৩ অক্টোবর, ২০২৫,  11:34 PM

news image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা প্রস্তুতি নিশ্চিত করতে সপ্তাহব্যাপী অগ্নিনিরাপত্তা পরিদর্শন কার্যক্রম পালনের নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা কার্যালয়ে (সিএও) আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করতে এক সপ্তাহব্যাপী অগ্নিনিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন পরিচালনার নির্দেশ দিয়েছেন ।’

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্রসেবা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা অধ্যাপক ড. নাজরুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।

শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের নিজ নিজ অধীনস্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করার আহ্বান জানান।

এর আগে বৈঠকে বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাম্প্রতিক বিমানবন্দর অগ্নিকাণ্ড-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। তিনি জানান, কার্গো ও ফ্লাইট পরিচালনা এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

তবে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কার্গো ভবনটি এখনও পরিদর্শনাধীন রয়েছে।

বুয়েটের ড. ফখরুল আমিনের নেতৃত্বে একটি কারিগরি দল ক্ষতিগ্রস্ত ভবনটি কত দ্রুত ব্যবহারযোগ্য করা সম্ভব, তা মূল্যায়ন করবে।

অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে সরকার যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডসহ অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও ফরেনসিক সহায়তা চেয়েছে বলে জানান প্রেস সচিব।

তিনি আরও জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে পুলিশ সদস্যদের জন্য বডি-ক্যামেরা ব্যবহার ও ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের সম্ভাবনাও আলোচনায় আসে—নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে।

এ বিষয়ে আইনগতভাবে কীভাবে তা বাস্তবায়ন করা যেতে পারে এবং পরিচালনার কাঠামো কী হবে, সে বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি।