ঢাকা ১৫ নভেম্বর, ২০২৫
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধ নিহত ফ্যাসিবাদবিরোধী যোদ্ধা ফারুক খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই গাছাবাসী পঞ্চগড়ের তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বিরল রোগে আক্রান্ত মা-ছেলে, সাহায্যের আবেদন গাইবান্ধা প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ কে বিদায় সংবর্ধনা নরসিংদীতে মিথ্যা সংবাদ প্রচার করায় সাংবাদিকের প্রতিবাদ বদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকারী একজনের কারাদণ্ড 'ঢাকা লকডাউন'-এর প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের অবস্থান ও বাইক শোডাউন শীতের আগমনী বার্তা নিয়ে শিশিরস্নাত ভোর

পঞ্চগড়ের তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ে থেকে ৬০ বছরের অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৬টায় উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ (নারায়ণগঞ্জ) নামক এলাকায় জাতীয় মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে মহাসড়কের ওপর পড়ে ছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি। এসময় ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় ওই অজ্ঞাত ব্যক্তিকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।

উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, মহাসড়কের ওপর অজ্ঞাত এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় পড়ে আছে এমন খবর শোনা মাত্রই নিজস্ব এ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষণিক অজ্ঞাত ওই ব্যক্তিকে গাড়িতে তোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করার পর অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিকে কাফন দাফনের ব্যবস্থার ভার তাকে দেওয়া হলে তিনি নিজস্ব ব্যয়ে কাফন দাফন সম্পন্ন করবেন।  

এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। এজন্য লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ওই মৃতদেহের হাতের আঙ্গুলের ছাপ নিয়ে সনাক্ত করার চেষ্টা করলে সনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটি মর্গ থেকে থানায় নিয়ে আসা হচ্ছে। এদিকে কাফন দাফন কোথায় করা হবে সে চেষ্টা চলছে।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, তিনি মৃত ব্যক্তির ঘটনার দিন জেলা মিটিংয়ে ছিলেন। অনেক রাতে উপজেলায় ফিরছেন। পুলিশ অজ্ঞাতনামা ক্লিয়ারেন্স দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাফন দাফনের ব্যবস্থা করবেন জানিয়েছেন।  

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

১৪ নভেম্বর, ২০২৫,  8:13 PM

news image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ে থেকে ৬০ বছরের অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৬টায় উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ (নারায়ণগঞ্জ) নামক এলাকায় জাতীয় মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে মহাসড়কের ওপর পড়ে ছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি। এসময় ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় ওই অজ্ঞাত ব্যক্তিকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।

উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, মহাসড়কের ওপর অজ্ঞাত এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় পড়ে আছে এমন খবর শোনা মাত্রই নিজস্ব এ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষণিক অজ্ঞাত ওই ব্যক্তিকে গাড়িতে তোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করার পর অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিকে কাফন দাফনের ব্যবস্থার ভার তাকে দেওয়া হলে তিনি নিজস্ব ব্যয়ে কাফন দাফন সম্পন্ন করবেন।  

এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। এজন্য লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ওই মৃতদেহের হাতের আঙ্গুলের ছাপ নিয়ে সনাক্ত করার চেষ্টা করলে সনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটি মর্গ থেকে থানায় নিয়ে আসা হচ্ছে। এদিকে কাফন দাফন কোথায় করা হবে সে চেষ্টা চলছে।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, তিনি মৃত ব্যক্তির ঘটনার দিন জেলা মিটিংয়ে ছিলেন। অনেক রাতে উপজেলায় ফিরছেন। পুলিশ অজ্ঞাতনামা ক্লিয়ারেন্স দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাফন দাফনের ব্যবস্থা করবেন জানিয়েছেন।