ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ইলিশ নিধন বন্ধে ইঁদুর-বিড়াল খেলা ফটিকছড়িতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুর-১ আসনে চমক ইশরাক আহমেদ সিদ্দিকী কোনবাড়িতে ছাত্রদলের উদ্যোগে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ  বানারীপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে একই ঘটনাকে থানা ও  আদালতে ভিন্ন ভিন্ন রূপে মামলা দায়ের সদরপুরে মমিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদ আওয়াামী লীগের কর্মকান্ডের সাথে মিলে যাচ্ছে-কেন্দ্রীয় শিবির সভাপতি উন্নত জাতের ছাগল পালন করে সফল খামারি দুলাল খান কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি : মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুর্গার পর এবার শ্যামা পূজা, ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পী ও আয়োজকদের

ম্যাটস শিক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

#
news image

 মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং (ম্যাটস) শিক্ষার্থীদের ধৈর্য ধরার পাশাপাশি পড়াশোনায় মনোনিবেশ করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।
 
এতে বলা হয়, দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থা বিবেচনায় নিয়ে দাবির বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে আলাপ-আলোচনা চলমান। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা, নাগরিক জীবন বিঘ্নহীন রাখা ও অন্তর্র্বর্তী সরকারের দায়িত্ব পালনে সহায়তা করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভুত পরিস্থিতির সমাধানে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালকদের মধ্যে মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার এক সভা অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে কয়েকটি বিষয়ে একমত হন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌক্তিক ও স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদকে জানানো হয়।

তাদের প্রথম দাবি অর্থাৎ শূন্যপদ পূরণ সম্পর্কিত দাবির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে জানানো হয়েছে। ইতোমধ্যেই পরিবার পরিকল্পনা অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।

দ্বিতীয় দাবি উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে ঐক্য পরিষদকে জানানো হয়, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন।

অন্য দুটো দাবি অর্থাৎ প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন ও উচ্চশিক্ষার সুযোগের মতো বিষয়গুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন পক্ষ ও কর্তৃপক্ষ সম্পর্কিত থাকায় সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ। তবে সেগুলো নিয়েও উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয় এবং এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হয়।

আলোচনার পরিপ্রেক্ষিতে প্রস্তুত করা ‘নোটস অব ডিসকাসনে’ উভয়পক্ষ সম্মত হয়ে স্বাক্ষর করেও বলেও বার্তায় জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  4:12 AM

news image

 মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং (ম্যাটস) শিক্ষার্থীদের ধৈর্য ধরার পাশাপাশি পড়াশোনায় মনোনিবেশ করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।
 
এতে বলা হয়, দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থা বিবেচনায় নিয়ে দাবির বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে আলাপ-আলোচনা চলমান। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা, নাগরিক জীবন বিঘ্নহীন রাখা ও অন্তর্র্বর্তী সরকারের দায়িত্ব পালনে সহায়তা করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভুত পরিস্থিতির সমাধানে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালকদের মধ্যে মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার এক সভা অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে কয়েকটি বিষয়ে একমত হন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌক্তিক ও স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদকে জানানো হয়।

তাদের প্রথম দাবি অর্থাৎ শূন্যপদ পূরণ সম্পর্কিত দাবির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে জানানো হয়েছে। ইতোমধ্যেই পরিবার পরিকল্পনা অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।

দ্বিতীয় দাবি উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে ঐক্য পরিষদকে জানানো হয়, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন।

অন্য দুটো দাবি অর্থাৎ প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন ও উচ্চশিক্ষার সুযোগের মতো বিষয়গুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন পক্ষ ও কর্তৃপক্ষ সম্পর্কিত থাকায় সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ। তবে সেগুলো নিয়েও উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয় এবং এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হয়।

আলোচনার পরিপ্রেক্ষিতে প্রস্তুত করা ‘নোটস অব ডিসকাসনে’ উভয়পক্ষ সম্মত হয়ে স্বাক্ষর করেও বলেও বার্তায় জানানো হয়েছে।