ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত বিনিয়োগ আকর্ষণে দক্ষিণ কোরিয়া সফরে বিডা চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপিত গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজহার গ্রহণের নির্দেশ ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২ নোয়াখালীতে রেকর্ডকৃত সম্পত্তি আত্মসাতের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা পিরোজপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান

সরকারের বলিষ্ঠতা না থাকলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যাবে: এবি পার্টির চেয়ারম্যান

#
news image

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের কর্তৃত্ব এবং বলিষ্ঠতা না থাকলে, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যাবে। সেইজন্য এবি পার্টি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে।

তিনি বলেন, একপক্ষ বলছে স্থানীয় নির্বাচন আগে, আরেক পক্ষ বলছে জাতীয় নির্বাচন আগে। আসলে কোনটা আগে, কোনটা পরে, সেটা সরকারই বলবেন। এর আগে আসিফ নজরুল সাহেব বললেন যে, প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করেছেন, তার রাষ্ট্রপতি পদে থাকার অধিকার নাই। সাংবাদিকেরা জানতে চাইল সেটা সরকারের বক্তব্য কিনা? তারা বললেন, এটা সরকারের বক্তব্য। কিন্তু সেই প্রেসিডেন্ট এখনো পদে আছে, তাহলে কার কথা টিকল?  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আটটায় চট্টগ্রামে ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই?’ শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান একথা বলেন।

নগরীর রোটারি ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহবায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক।   
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার এখনো প্রশাসন এবং পুলিশের ওপর পুরোপুরি  নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। কয়েকদিন আগেও দেখলাম সেনাবাহিনী থানা পাহারা দিচ্ছে। পুলিশকে কেন পাহারা দিতে হবে, এই কাণ্ড জীবনেও দেখি নাই। এটাই হচ্ছে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের উপহার।

তিনি বলেন, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। এই বাংলাদেশকে যদি আমরা নতুন বন্দোবস্ত দিতে না পারি, তাহলে ৯০’এর গণঅভ্যুত্থানের পর যেমন হারিয়ে গেছে, ঠিক আবার সেই ফ্যাসিবাদে ফিরে যাবে।

কোন দল কত বড়, কোন দলের মিছিল কত বড়, কোন দলের সমাবেশ কত বড়, তা দেখে ড. ইউনুসের সরকারকে হতাশ না হবার আহবান জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ২০২৩ এর ২৮ অক্টোবর আমাদের অফিস প্রথম ভাঙচুর হয়েছে। আমাদের সমাবেশ স্থলে প্রথম আক্রমণের শিকার হয়েছে। লক্ষ লক্ষ মানুষ আধ ঘণ্টার মধ্যে পালিয়ে গেছে।

তিনি বলেন, আজকে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে যে নির্দলীয় একটা সরকার, সেটাকে আমরা বলব সর্বদলীয় সরকার। কারণ এই সরকারে আওয়ামী লীগের পদায়নকৃতরা এখনো আছে। খোদ প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের নিয়োগকৃত। পাশাপাশি বর্তমান সরকারের সময়ে যত পদায়ন হয়েছে তার মধ্যে বিএনপি-জামায়াতের মানুষ বেশি হয়েছে। যোগ্যতার ভিত্তিতে আমাদের এবং অন্যান্য দলের লোকও আছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল (অব :) দিদারুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হায়দার আলী চৌধুরী প্রমুখ।

শেখ মোহাম্মদ ইকবাল হোসেন :

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  12:53 AM

news image

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের কর্তৃত্ব এবং বলিষ্ঠতা না থাকলে, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যাবে। সেইজন্য এবি পার্টি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে।

তিনি বলেন, একপক্ষ বলছে স্থানীয় নির্বাচন আগে, আরেক পক্ষ বলছে জাতীয় নির্বাচন আগে। আসলে কোনটা আগে, কোনটা পরে, সেটা সরকারই বলবেন। এর আগে আসিফ নজরুল সাহেব বললেন যে, প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করেছেন, তার রাষ্ট্রপতি পদে থাকার অধিকার নাই। সাংবাদিকেরা জানতে চাইল সেটা সরকারের বক্তব্য কিনা? তারা বললেন, এটা সরকারের বক্তব্য। কিন্তু সেই প্রেসিডেন্ট এখনো পদে আছে, তাহলে কার কথা টিকল?  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আটটায় চট্টগ্রামে ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই?’ শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান একথা বলেন।

নগরীর রোটারি ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহবায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক।   
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার এখনো প্রশাসন এবং পুলিশের ওপর পুরোপুরি  নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। কয়েকদিন আগেও দেখলাম সেনাবাহিনী থানা পাহারা দিচ্ছে। পুলিশকে কেন পাহারা দিতে হবে, এই কাণ্ড জীবনেও দেখি নাই। এটাই হচ্ছে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের উপহার।

তিনি বলেন, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। এই বাংলাদেশকে যদি আমরা নতুন বন্দোবস্ত দিতে না পারি, তাহলে ৯০’এর গণঅভ্যুত্থানের পর যেমন হারিয়ে গেছে, ঠিক আবার সেই ফ্যাসিবাদে ফিরে যাবে।

কোন দল কত বড়, কোন দলের মিছিল কত বড়, কোন দলের সমাবেশ কত বড়, তা দেখে ড. ইউনুসের সরকারকে হতাশ না হবার আহবান জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ২০২৩ এর ২৮ অক্টোবর আমাদের অফিস প্রথম ভাঙচুর হয়েছে। আমাদের সমাবেশ স্থলে প্রথম আক্রমণের শিকার হয়েছে। লক্ষ লক্ষ মানুষ আধ ঘণ্টার মধ্যে পালিয়ে গেছে।

তিনি বলেন, আজকে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে যে নির্দলীয় একটা সরকার, সেটাকে আমরা বলব সর্বদলীয় সরকার। কারণ এই সরকারে আওয়ামী লীগের পদায়নকৃতরা এখনো আছে। খোদ প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের নিয়োগকৃত। পাশাপাশি বর্তমান সরকারের সময়ে যত পদায়ন হয়েছে তার মধ্যে বিএনপি-জামায়াতের মানুষ বেশি হয়েছে। যোগ্যতার ভিত্তিতে আমাদের এবং অন্যান্য দলের লোকও আছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল (অব :) দিদারুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হায়দার আলী চৌধুরী প্রমুখ।