ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

জনসমর্থন বিএনপির সঙ্গে ছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে : রনি

#
news image

জনগণের সমর্থন বিএনপির সঙ্গে ছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক  এম মঞ্জুরুল করিম রনি।
 
শুক্রবার (২১ মার্চ) ২০ রমজান সন্ধ্যায় বাসন মেট্রো থানা বিএনপির তত্বাবধানে এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণ ইফতারের  চতুর্থ ধাপের শেষ দিনের আয়োজন সম্পন্ন হয়েছে 
নগরীর বাসন থানা চান্দনা উচ্চবিদ্যালয় কলেজ মাঠে। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবলু। 
 
এতে প্রধান অতিথী বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৬-১৭ বছর সুদূর প্রবাসে বসেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন, উৎসাহ দিয়েছেন, যার অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। 
 
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভোটের অধিকার আদায়ের আন্দোলনে যিনি যথাযথ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন। তার নির্দেশে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণ ইফতারের চতুর্থ ধাপের কার্যক্রম সুশৃঙ্খল ভাবে শেষ করায় আয়োজকদের ধন্যবাদ জানান। 
 
এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক  এম মঞ্জুরুল করিম রনি বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি কর্মসূচি থাকে সাধারণ মানুষকে ঘিরে, নেতাকর্মীদের সেইভাবে নির্দেশ দেওয়া হয়। বিএনপি জন্ম থেকে গণমানুষের দল হিসেবে রাষ্ট্র ক্ষমতায়ছিলো, সেই ধারাবাহিকতায় ৫ আগস্ট  ফ্যাসিস্ট, মাফিয়া সরকার হাসিনা বিরোধী আন্দোলনে জনগণের সমর্থন বিএনপির সঙ্গে ছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে।'
 
ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়  এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়া গাজীপুরের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
 
বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সাবেক বাসন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য এএইচ সিরাজুল হক, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমানসহ আরো অনেকেই।

গাজীপুর প্রতিনিধি :

২২ মার্চ, ২০২৫,  5:31 AM

news image

জনগণের সমর্থন বিএনপির সঙ্গে ছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক  এম মঞ্জুরুল করিম রনি।
 
শুক্রবার (২১ মার্চ) ২০ রমজান সন্ধ্যায় বাসন মেট্রো থানা বিএনপির তত্বাবধানে এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণ ইফতারের  চতুর্থ ধাপের শেষ দিনের আয়োজন সম্পন্ন হয়েছে 
নগরীর বাসন থানা চান্দনা উচ্চবিদ্যালয় কলেজ মাঠে। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবলু। 
 
এতে প্রধান অতিথী বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৬-১৭ বছর সুদূর প্রবাসে বসেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন, উৎসাহ দিয়েছেন, যার অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। 
 
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভোটের অধিকার আদায়ের আন্দোলনে যিনি যথাযথ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন। তার নির্দেশে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণ ইফতারের চতুর্থ ধাপের কার্যক্রম সুশৃঙ্খল ভাবে শেষ করায় আয়োজকদের ধন্যবাদ জানান। 
 
এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক  এম মঞ্জুরুল করিম রনি বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি কর্মসূচি থাকে সাধারণ মানুষকে ঘিরে, নেতাকর্মীদের সেইভাবে নির্দেশ দেওয়া হয়। বিএনপি জন্ম থেকে গণমানুষের দল হিসেবে রাষ্ট্র ক্ষমতায়ছিলো, সেই ধারাবাহিকতায় ৫ আগস্ট  ফ্যাসিস্ট, মাফিয়া সরকার হাসিনা বিরোধী আন্দোলনে জনগণের সমর্থন বিএনপির সঙ্গে ছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে।'
 
ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়  এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়া গাজীপুরের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
 
বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সাবেক বাসন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য এএইচ সিরাজুল হক, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমানসহ আরো অনেকেই।