ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

গণমানুষের আকাঙ্ক্ষা আগে সংস্কার ও বিচার তারপর নির্বাচন: জামায়াত নেতা মোবারক হোসাইন

#
news image

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, গণমানুষের আকাঙ্ক্ষা হল আগে সংস্কার ও বিচার তারপর জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সকলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

স্থানীয় আল-আমিন কমপ্লেক্সে মাগুরা পৌরসভা জামায়াত আয়োজিত পৌর আমির অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মোবারক হোসাইন আজ এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ এ সমাবেশের বিস্তারিত তথ্য জানায়।

মোবারক হোসাইন বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক সংগঠন। ইসলামের কল্যাণকামিতা সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরের মানুষের নিকট ছড়িয়ে দিতে হবে।

সংগঠনের দায়িত্বশীল হিসেবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের সমস্যাসমূহ আন্তরিকতার সাথে সমাধানের চেষ্টা করতে হবে। এমন আস্থা অর্জন করতে হবে, মানুষ যেন কোনো সমস্যায় পড়লে সর্বপ্রথম জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কাছে ছুটে আসে। আমরা যদি সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকতে পারি, তাহলেই এমন আস্থা অর্জন করা সম্ভব।

তিনি বলেন, মাগুরা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য পৌরসভার সমস্যাগুলো চিহ্নিত করে এখন থেকেই তা সমাধানের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। ফ্যাসিবাদমুক্ত অনুকূল পরিবেশে আমাদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে। ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগান নিয়ে মানুষের কাছে যেতে হবে। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সমাজের সর্বস্তরের মানুষের নিকট এমনভাবে পরিচিত করে তুলতে হবে যেন ‘জামায়াত ও দাঁড়িপাল্লা’ হয় একে অপরের সমার্থক।

ইসলামি জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, কুরআন-হাদিসের জ্ঞান ছাড়া দাওয়াতি কাজ করলে ফিতনার সৃষ্টি হতে পারে। তাই আমাদেরকে গভীরভাবে কুরআন-হাদিস অধ্যয়ন করতে হবে। দুনিয়াতে আমরা যে কাজই করি না কেন, তা যেন হয় একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। সর্বাবস্থায় মনে রাখতে হবে- আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া আমরা কখনই সফল হতে পারব না।

সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, সাবেক জেলা আমির যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য এবং মাগুরা-১ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন, মাগুরা জেলা আমির ও মাগুরা-২ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এম বি বাকের।

নিজস্ব প্রতিবেদক :

১২ জুন, ২০২৫,  12:00 AM

news image

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, গণমানুষের আকাঙ্ক্ষা হল আগে সংস্কার ও বিচার তারপর জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সকলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

স্থানীয় আল-আমিন কমপ্লেক্সে মাগুরা পৌরসভা জামায়াত আয়োজিত পৌর আমির অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মোবারক হোসাইন আজ এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ এ সমাবেশের বিস্তারিত তথ্য জানায়।

মোবারক হোসাইন বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক সংগঠন। ইসলামের কল্যাণকামিতা সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরের মানুষের নিকট ছড়িয়ে দিতে হবে।

সংগঠনের দায়িত্বশীল হিসেবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের সমস্যাসমূহ আন্তরিকতার সাথে সমাধানের চেষ্টা করতে হবে। এমন আস্থা অর্জন করতে হবে, মানুষ যেন কোনো সমস্যায় পড়লে সর্বপ্রথম জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কাছে ছুটে আসে। আমরা যদি সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকতে পারি, তাহলেই এমন আস্থা অর্জন করা সম্ভব।

তিনি বলেন, মাগুরা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য পৌরসভার সমস্যাগুলো চিহ্নিত করে এখন থেকেই তা সমাধানের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। ফ্যাসিবাদমুক্ত অনুকূল পরিবেশে আমাদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে। ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগান নিয়ে মানুষের কাছে যেতে হবে। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সমাজের সর্বস্তরের মানুষের নিকট এমনভাবে পরিচিত করে তুলতে হবে যেন ‘জামায়াত ও দাঁড়িপাল্লা’ হয় একে অপরের সমার্থক।

ইসলামি জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, কুরআন-হাদিসের জ্ঞান ছাড়া দাওয়াতি কাজ করলে ফিতনার সৃষ্টি হতে পারে। তাই আমাদেরকে গভীরভাবে কুরআন-হাদিস অধ্যয়ন করতে হবে। দুনিয়াতে আমরা যে কাজই করি না কেন, তা যেন হয় একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। সর্বাবস্থায় মনে রাখতে হবে- আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া আমরা কখনই সফল হতে পারব না।

সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, সাবেক জেলা আমির যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য এবং মাগুরা-১ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন, মাগুরা জেলা আমির ও মাগুরা-২ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এম বি বাকের।