ঢাকা ০৬ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না : কুমিল্লায় শফিকুর রহমান আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু করল এনবিআর জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প তুরস্কে আরও তিন বিরোধীদলীয় মেয়র গ্রেপ্তার জুলাই যোদ্ধার বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮০ শিক্ষার্থী ফটিকছড়ির প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরো দু'ভাইয়ের

শেরপুরে নিখোঁজের একদিন পর দুই কন্যাশিশুর লাশ উদ্ধার

#
news image

জেলার শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর একটি মৎস্য খামারের পুকুর থেকে দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ৮ টায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা একটি পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় ওই শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলো, স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খোজাঁখুজিঁর পর তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোস্ট করা হয়। এছাড়াও সারারাত পুরো এলাকায় মাইকিং করা হয়। 

এদিকে আজ সকাল ৮টায় বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস্য খামার পুকুরে  তাদের মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশু দুটির গায়ের পোশাক পাওয়া যায়নি । আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তদন্ত করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

শেরপুর প্রতিনিধি :

১৯ জুন, ২০২৫,  6:11 AM

news image

জেলার শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর একটি মৎস্য খামারের পুকুর থেকে দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ৮ টায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা একটি পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় ওই শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলো, স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খোজাঁখুজিঁর পর তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোস্ট করা হয়। এছাড়াও সারারাত পুরো এলাকায় মাইকিং করা হয়। 

এদিকে আজ সকাল ৮টায় বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস্য খামার পুকুরে  তাদের মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশু দুটির গায়ের পোশাক পাওয়া যায়নি । আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তদন্ত করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।