ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ গঠনে সম্মত এবি পার্টি: মঞ্জু

#
news image

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবি পার্টি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) এবং রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ গঠনে সম্মত হয়েছে।
তিনি আজ রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন।

এবি পার্টির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের জাতীয় ঐকমত্য কমিশনের সভার সভাপতি প্রফেসর ড. আলী রীয়াজ শুরুতে এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংক্রান্ত প্রস্তাবটি তুলে ধরেন। 

সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে নির্বাহী বিভাগের নামে মূলত: শেখ হাসিনার একক পছন্দেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেয়া হয়েছে, ফলে ফ্যাসিবাদী আমলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিকে পর্যন্ত বলতে শোনা গেছে যে, তিনি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’। তেমনিভাবে দলকানা অযোগ্য লোকদের নিয়োগ দেয়ার কারণে পিএসসি’র প্রশ্নপত্র ব্যাপকহারে ফাঁস হয়েছে যা নজিরবিহীন। 

তিনি বলেন, প্রশ্ন হলো আমরা কি আগের অবস্থা বহাল রাখবো নাকি সংস্কার করবো? সহস্র প্রাণ ও রক্ত সাগর পেরিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে তাকে তাৎপর্যপূর্ণ করতে হলে অবশ্যই সংস্কার করা অপরিহার্য এবং সে কারণেই এবি পার্টি জাতীয় সাংবিধানিক পরিষদ (এনসিসি) গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতি প্রয়োগ করার বিষয়ে এবি পার্টি সম্মত। 

ব্যারিস্টার সানী আব্দুল হক রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদটি সত্যিকার অর্থে ক্রিয়াশীল করার জন্য নির্বাচনের পদ্ধতির পাশাপাশি তার কার্যক্রমের গুণগত পরিবর্তন আবশ্যক। অন্যথায়, একটি সুন্দর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি একজন প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে অকার্যকর ভূমিকা অব্যাহত রাখবেন।

নিজস্ব প্রতিবেদক :

১৯ জুন, ২০২৫,  7:02 AM

news image

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবি পার্টি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) এবং রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ গঠনে সম্মত হয়েছে।
তিনি আজ রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন।

এবি পার্টির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের জাতীয় ঐকমত্য কমিশনের সভার সভাপতি প্রফেসর ড. আলী রীয়াজ শুরুতে এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংক্রান্ত প্রস্তাবটি তুলে ধরেন। 

সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে নির্বাহী বিভাগের নামে মূলত: শেখ হাসিনার একক পছন্দেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেয়া হয়েছে, ফলে ফ্যাসিবাদী আমলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিকে পর্যন্ত বলতে শোনা গেছে যে, তিনি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’। তেমনিভাবে দলকানা অযোগ্য লোকদের নিয়োগ দেয়ার কারণে পিএসসি’র প্রশ্নপত্র ব্যাপকহারে ফাঁস হয়েছে যা নজিরবিহীন। 

তিনি বলেন, প্রশ্ন হলো আমরা কি আগের অবস্থা বহাল রাখবো নাকি সংস্কার করবো? সহস্র প্রাণ ও রক্ত সাগর পেরিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে তাকে তাৎপর্যপূর্ণ করতে হলে অবশ্যই সংস্কার করা অপরিহার্য এবং সে কারণেই এবি পার্টি জাতীয় সাংবিধানিক পরিষদ (এনসিসি) গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতি প্রয়োগ করার বিষয়ে এবি পার্টি সম্মত। 

ব্যারিস্টার সানী আব্দুল হক রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদটি সত্যিকার অর্থে ক্রিয়াশীল করার জন্য নির্বাচনের পদ্ধতির পাশাপাশি তার কার্যক্রমের গুণগত পরিবর্তন আবশ্যক। অন্যথায়, একটি সুন্দর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি একজন প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে অকার্যকর ভূমিকা অব্যাহত রাখবেন।