ঢাকা ০৪ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন ৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয় বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে : আলী রীয়াজ ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম পিআর পদ্ধতির নির্বাচন বিভেদ-বিভাজন তৈরি করবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার ওপর মতামত আহবান সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

যৌতুক মামলায় সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবলের কারাদন্ড

#
news image

যৌতুক মামলায় সিরাজগঞ্জের বেলকুচিতে মামুন মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে এক হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-১ এর আদালতের বিচারক কে.এম শাহরিয়ার শহীদ বাপ্পী এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবল (কনস্টেবল নং ৩০৫৯১, বিপি নং ৯২১১১৩৮৮৯৬) মামুন মিয়া সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্ণেল ও পেশকার শহীদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৩ আগস্ট বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের রহিম শেখের মেয়ে মীম খাতুনের সাথে একই উপজেলার সরাতৈল গ্রামের পুলিশ কনস্টেবল মামুন মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় ৭ লাখ টাকা যৌতুক দাবী করা হলে নগদ ৪ লাখ টাকা ও ২ লাখ টাকা গহনা সহ যৌতুকের ৬ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি ১ লাখ টাকা বিয়ের পরে দেওয়ার কথা হয়। যৌতুকের এই ১ লাখ টাকা দাবিতে মীম খাতুনকে নির্যাতন করতো স্বামী ও পরিবারের লোকজন। এঘটনায় মীম খাতুন বাদী হয়ে ২০২৪ সালের ১৬ জানুয়ারী স্বামী মামুন মিয়া, শ্বশুর কায়েম উদ্দিন ও শ্বাশুড়ি স্বপ্না খাতুনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত মামুন মিয়াকে ১ বছর ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

খন্দকার মোহাম্মদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ : 

০৩ জুলাই, ২০২৫,  3:27 AM

news image

যৌতুক মামলায় সিরাজগঞ্জের বেলকুচিতে মামুন মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে এক হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-১ এর আদালতের বিচারক কে.এম শাহরিয়ার শহীদ বাপ্পী এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবল (কনস্টেবল নং ৩০৫৯১, বিপি নং ৯২১১১৩৮৮৯৬) মামুন মিয়া সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্ণেল ও পেশকার শহীদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৩ আগস্ট বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের রহিম শেখের মেয়ে মীম খাতুনের সাথে একই উপজেলার সরাতৈল গ্রামের পুলিশ কনস্টেবল মামুন মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় ৭ লাখ টাকা যৌতুক দাবী করা হলে নগদ ৪ লাখ টাকা ও ২ লাখ টাকা গহনা সহ যৌতুকের ৬ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি ১ লাখ টাকা বিয়ের পরে দেওয়ার কথা হয়। যৌতুকের এই ১ লাখ টাকা দাবিতে মীম খাতুনকে নির্যাতন করতো স্বামী ও পরিবারের লোকজন। এঘটনায় মীম খাতুন বাদী হয়ে ২০২৪ সালের ১৬ জানুয়ারী স্বামী মামুন মিয়া, শ্বশুর কায়েম উদ্দিন ও শ্বাশুড়ি স্বপ্না খাতুনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত মামুন মিয়াকে ১ বছর ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।