ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ইলিশ নিধন বন্ধে ইঁদুর-বিড়াল খেলা ফটিকছড়িতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুর-১ আসনে চমক ইশরাক আহমেদ সিদ্দিকী কোনবাড়িতে ছাত্রদলের উদ্যোগে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ  বানারীপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে একই ঘটনাকে থানা ও  আদালতে ভিন্ন ভিন্ন রূপে মামলা দায়ের সদরপুরে মমিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদ আওয়াামী লীগের কর্মকান্ডের সাথে মিলে যাচ্ছে-কেন্দ্রীয় শিবির সভাপতি উন্নত জাতের ছাগল পালন করে সফল খামারি দুলাল খান কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি : মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুর্গার পর এবার শ্যামা পূজা, ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পী ও আয়োজকদের

হাসপাতালের জন্য জরুরী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ-স্বাস্থ্য সচিব

#
news image

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান বলেছেন, হাসপাতালের জন্য জরুরী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। এখানে রোগীরা যেমন দৌড়াদৌড়ি করে আসবে, তেমনি চিকিৎসক ও নার্সদেরও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এটা স্বাস্থ্য বিভাগের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমরা এই সেবা নিশ্চিতের জন্য সবার আন্তরিক হওয়ার আহবান জানান।

শনিবার দুপুরে বাগেরহাট ২৫০শয্যা জেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় কমিউনিটি‘র সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাগেরহাট সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন নাই। সুযোগ পেলে খুব দ্রুত সময়ের মধ্যে এই বড় দুটি মেশিন বাগেরহাট সদর হাসপাতালে সরবরাহ করা হবে। এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে যে আইসিইউ রয়েছে, এটি নতুন নয় এরা একবার সেবা দিয়েছে। চিকিৎসক ও নার্স পেলে আবারো আইসিইউ সেবা চালু করা হবে। এছাড়া হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছে তা পূরণ করার জন্য আশ্বাস দেন এই কর্মকর্তা। 

খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, সাবেক সচিব ড. মোঃ মশিউর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, ড. মো: ফরিদুল ইসলাম, ২৫০শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, সমাজ সেবক রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ।

অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম মো: মাহবুবুল আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, খাদেম নেয়ামুল নাসির আলাপসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় বাগেরহাটের স্বাস্থ্য সেবার উন্নয়নে নানা পরিকল্পনার বিষয়ে জানান বক্তারা।

এর আগে হাসপাতাল পরিদর্শন ও নতুন অপারেশন কমপ্লেক্স উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। 

পরে বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও জেলা শহরের বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন এই কর্মকর্তা।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১২ জুলাই, ২০২৫,  8:54 PM

news image

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান বলেছেন, হাসপাতালের জন্য জরুরী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। এখানে রোগীরা যেমন দৌড়াদৌড়ি করে আসবে, তেমনি চিকিৎসক ও নার্সদেরও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এটা স্বাস্থ্য বিভাগের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমরা এই সেবা নিশ্চিতের জন্য সবার আন্তরিক হওয়ার আহবান জানান।

শনিবার দুপুরে বাগেরহাট ২৫০শয্যা জেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় কমিউনিটি‘র সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাগেরহাট সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন নাই। সুযোগ পেলে খুব দ্রুত সময়ের মধ্যে এই বড় দুটি মেশিন বাগেরহাট সদর হাসপাতালে সরবরাহ করা হবে। এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে যে আইসিইউ রয়েছে, এটি নতুন নয় এরা একবার সেবা দিয়েছে। চিকিৎসক ও নার্স পেলে আবারো আইসিইউ সেবা চালু করা হবে। এছাড়া হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছে তা পূরণ করার জন্য আশ্বাস দেন এই কর্মকর্তা। 

খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, সাবেক সচিব ড. মোঃ মশিউর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, ড. মো: ফরিদুল ইসলাম, ২৫০শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, সমাজ সেবক রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ।

অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম মো: মাহবুবুল আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, খাদেম নেয়ামুল নাসির আলাপসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় বাগেরহাটের স্বাস্থ্য সেবার উন্নয়নে নানা পরিকল্পনার বিষয়ে জানান বক্তারা।

এর আগে হাসপাতাল পরিদর্শন ও নতুন অপারেশন কমপ্লেক্স উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। 

পরে বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও জেলা শহরের বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন এই কর্মকর্তা।