ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত বিনিয়োগ আকর্ষণে দক্ষিণ কোরিয়া সফরে বিডা চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপিত গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজহার গ্রহণের নির্দেশ ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২ নোয়াখালীতে রেকর্ডকৃত সম্পত্তি আত্মসাতের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা পিরোজপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে মতবিনিময় সভা 

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মুদাফা সিটি গেটের সামনে গাসিক ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নেতাকর্মীরা উপস্থিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি ও গাজীপুর- ৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার। 
বিশেষ অতিথি ছিলেন,টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড বিএনপি আহ্বায়কসহ থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। 
সভায় প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ৩১ দফা হলো একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে অগ্রসর হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ  সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছিলো । মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। ৩১ দফার প্রতিটি বিষয় দেশের মানুষকে মুক্তি দেবে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনীতিকে পুনর্গঠনের অঙ্গীকার কর্মসূচির মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা একমত পোষণ করেন যে, এই ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা পাবে, সুশাসন ফিরবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তারা অঙ্গীকার করেন, আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে টঙ্গীর নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবে। সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মোঃ নজরুল ইসলাম, গাছা (গাজীপুর) প্রতিনিধি :

০৩ অক্টোবর, ২০২৫,  8:15 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মুদাফা সিটি গেটের সামনে গাসিক ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নেতাকর্মীরা উপস্থিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি ও গাজীপুর- ৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার। 
বিশেষ অতিথি ছিলেন,টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড বিএনপি আহ্বায়কসহ থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। 
সভায় প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ৩১ দফা হলো একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে অগ্রসর হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ  সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছিলো । মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। ৩১ দফার প্রতিটি বিষয় দেশের মানুষকে মুক্তি দেবে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনীতিকে পুনর্গঠনের অঙ্গীকার কর্মসূচির মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা একমত পোষণ করেন যে, এই ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা পাবে, সুশাসন ফিরবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তারা অঙ্গীকার করেন, আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে টঙ্গীর নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবে। সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।