ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ইলিশ নিধন বন্ধে ইঁদুর-বিড়াল খেলা ফটিকছড়িতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুর-১ আসনে চমক ইশরাক আহমেদ সিদ্দিকী কোনবাড়িতে ছাত্রদলের উদ্যোগে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ  বানারীপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে একই ঘটনাকে থানা ও  আদালতে ভিন্ন ভিন্ন রূপে মামলা দায়ের সদরপুরে মমিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদ আওয়াামী লীগের কর্মকান্ডের সাথে মিলে যাচ্ছে-কেন্দ্রীয় শিবির সভাপতি উন্নত জাতের ছাগল পালন করে সফল খামারি দুলাল খান কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি : মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুর্গার পর এবার শ্যামা পূজা, ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পী ও আয়োজকদের

গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন

#
news image

জুলাই আন্দোলনে যারা ছাত্রজনতার পক্ষে ছিলেন, তাদের প্রতি সাধুবাদ জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে গুম ও খুনে জড়িত ছিলেন, তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

আজ শনিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, সেনাবাহিনীর কিছু জেনারেল হাসিনার আনুকূল্য পেতে গুম ও খুনের সঙ্গে জড়িত হন। তারা শুধু একটি পরিবারকে ধ্বংস করেননি, বরং সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করেছেন এবং দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা গুম ও খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতেন না। তাই সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা বাহিনীর প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে গুম ও খুনে জড়িত সদস্যদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের বিষয়ে এনসিপি এখনও কোনো দলের সঙ্গে বৈঠক করেনি। তবে বাংলাদেশের জাতীয় স্বার্থে কোনো জোটের প্রয়োজন হলে এনসিপি তা বিবেচনায় নিতে প্রস্তুত। এনসিপি বাংলাদেশ ও দেশের মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে রাজনীতি করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে।

আখতার হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই বিচার এবং প্রয়োজনে সংস্কার করতে হবে, এটাই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা। তিনি আশা প্রকাশ করেন, ঐকমত্য কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে, ঢাকা থেকে বিমানে সৈয়দপুর হয়ে রংপুরে আসেন আখতার হোসেন। পরে সম্প্রতি প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মোটরসাইকেল শোডাউনে অংশ নেন তিনি। পরে নিজ নির্বাচনী এলাকা কাউনিয়ায় ফিরে যান।

নিজস্ব প্রতিবেদক :

১২ অক্টোবর, ২০২৫,  1:30 AM

news image

জুলাই আন্দোলনে যারা ছাত্রজনতার পক্ষে ছিলেন, তাদের প্রতি সাধুবাদ জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে গুম ও খুনে জড়িত ছিলেন, তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

আজ শনিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, সেনাবাহিনীর কিছু জেনারেল হাসিনার আনুকূল্য পেতে গুম ও খুনের সঙ্গে জড়িত হন। তারা শুধু একটি পরিবারকে ধ্বংস করেননি, বরং সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করেছেন এবং দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা গুম ও খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতেন না। তাই সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা বাহিনীর প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে গুম ও খুনে জড়িত সদস্যদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের বিষয়ে এনসিপি এখনও কোনো দলের সঙ্গে বৈঠক করেনি। তবে বাংলাদেশের জাতীয় স্বার্থে কোনো জোটের প্রয়োজন হলে এনসিপি তা বিবেচনায় নিতে প্রস্তুত। এনসিপি বাংলাদেশ ও দেশের মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে রাজনীতি করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে।

আখতার হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই বিচার এবং প্রয়োজনে সংস্কার করতে হবে, এটাই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা। তিনি আশা প্রকাশ করেন, ঐকমত্য কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে, ঢাকা থেকে বিমানে সৈয়দপুর হয়ে রংপুরে আসেন আখতার হোসেন। পরে সম্প্রতি প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মোটরসাইকেল শোডাউনে অংশ নেন তিনি। পরে নিজ নির্বাচনী এলাকা কাউনিয়ায় ফিরে যান।