ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গীতে টঙ্গী সরকারি কলেজে জামায়াতে ইসলামী মনোনীত সংসদরা সদস্য (এমপি) প্রার্থী ড. হাফিজুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে  লিফলেট বিতরণ করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।  মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজে ক্যাম্পাসের ভিতরে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রার্থী ও তার সমর্থকরা দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ভোট প্রার্থনায় লিফলেট বিতরণ শুরু করেন। এসময় তারা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতীক সংবলিত প্রচারপত্র তুলে দিতে থাকেন।

ঘটনাটি জানতে পেরে কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ ধরনের রাজনৈতিক প্রচারণা বন্ধ করার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক মাঠে পরিণত করা অনভিপ্রেত ও শিক্ষার পরিবেশ নষ্ট করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে জামায়াত সমর্থকদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন বলেন, হঠাৎ করে তারা (জামাতের)  কলেজে আসেন। আমরা একটি মিটিং এ ছিলাম। মিটিং থেকে বাইরের শব্দ শুনতে পেয়ে শিক্ষকরা কথা বলেন এবং পরবর্তী জামায়াতে নেতাকর্মীরা অফিসে এসে মতবিনিময় করেন।

এ বিষয়ে গাজীপুর -৬ আসেন জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমানের সাথে একাধিক বার যোগাযোগ চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

স্থানীয় সচেতন মহল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার কেন্দ্র, রাজনীতির নয়।”

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের লিফলেট বিতরণে বাধা প্রদান করলে আমরা এসে সকলকে বুঝিয়ে  পরিবেশ শান্ত করি। 

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন,
একাত্তরের পরাজিত শক্তি,৭১ পরবর্তী মুনাফিকি দল, যারা নির্বাচনে  যাবে না কিন্তু ভোট চায়, তারা যদি সচেতন শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসে বহিরাগত নিয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করে তবে সচেতন শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বিবেকবোধের জায়গা থেকে প্রতিবাদী হয়ে ওঠাই স্বাভাবিক। শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার বহিরাগতদের নিষিদ্ধ করার জন্য কলেজ ছাত্রদলের সাথে সুর মিলিয়ে কলেজ প্রশাসনকে বলতে চাই, নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার আপনারা তা নিশ্চিত করুন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ হারুনর রশীদ বলেন, জামায়াত ও ছাত্রদল যে যার মত করে তাদের কার্যক্রম পরিচালনা করে চলে যায়। কোন প্রকার  বিশৃঙ্খলা ঘটেনি।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

১৪ অক্টোবর, ২০২৫,  6:52 PM

news image

গাজীপুর মহানগরের টঙ্গীতে টঙ্গী সরকারি কলেজে জামায়াতে ইসলামী মনোনীত সংসদরা সদস্য (এমপি) প্রার্থী ড. হাফিজুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে  লিফলেট বিতরণ করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।  মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজে ক্যাম্পাসের ভিতরে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রার্থী ও তার সমর্থকরা দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ভোট প্রার্থনায় লিফলেট বিতরণ শুরু করেন। এসময় তারা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতীক সংবলিত প্রচারপত্র তুলে দিতে থাকেন।

ঘটনাটি জানতে পেরে কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ ধরনের রাজনৈতিক প্রচারণা বন্ধ করার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক মাঠে পরিণত করা অনভিপ্রেত ও শিক্ষার পরিবেশ নষ্ট করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে জামায়াত সমর্থকদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন বলেন, হঠাৎ করে তারা (জামাতের)  কলেজে আসেন। আমরা একটি মিটিং এ ছিলাম। মিটিং থেকে বাইরের শব্দ শুনতে পেয়ে শিক্ষকরা কথা বলেন এবং পরবর্তী জামায়াতে নেতাকর্মীরা অফিসে এসে মতবিনিময় করেন।

এ বিষয়ে গাজীপুর -৬ আসেন জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমানের সাথে একাধিক বার যোগাযোগ চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

স্থানীয় সচেতন মহল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার কেন্দ্র, রাজনীতির নয়।”

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের লিফলেট বিতরণে বাধা প্রদান করলে আমরা এসে সকলকে বুঝিয়ে  পরিবেশ শান্ত করি। 

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন,
একাত্তরের পরাজিত শক্তি,৭১ পরবর্তী মুনাফিকি দল, যারা নির্বাচনে  যাবে না কিন্তু ভোট চায়, তারা যদি সচেতন শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসে বহিরাগত নিয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করে তবে সচেতন শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বিবেকবোধের জায়গা থেকে প্রতিবাদী হয়ে ওঠাই স্বাভাবিক। শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার বহিরাগতদের নিষিদ্ধ করার জন্য কলেজ ছাত্রদলের সাথে সুর মিলিয়ে কলেজ প্রশাসনকে বলতে চাই, নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার আপনারা তা নিশ্চিত করুন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ হারুনর রশীদ বলেন, জামায়াত ও ছাত্রদল যে যার মত করে তাদের কার্যক্রম পরিচালনা করে চলে যায়। কোন প্রকার  বিশৃঙ্খলা ঘটেনি।