ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
শারমিনের হাফ-সেঞ্চুরিতে টানা চতুর্থ জয় বাংলাদেশের শিক্ষকের ক্লাস ফাঁকিতে ঝড়ে পড়ছে শিশুরা ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি মেলেনি, লাশ যাচ্ছে যশোর কারাগারে ফরিদপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বিশাল গণমিছিল ও শোডাউন নেত্রকোনায় স্বামীর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্ত্রী ডা. লুৎফা হক ফরিদপুরের মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় যৌথ অভিযান, অস্ত্রসহ ওয়ার্কশপ মিস্ত্রি আটক রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে অভিনন্দন দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের গুজব রোধে মূলধারার গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে : আলী ইমাম মজুমদার ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে বিএনপি: আমীর খসরু

#
news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটের বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা নতুন করে আলোচনার সুযোগ নেই।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের গণভোট আয়োজন সম্ভব নয়। বিএনপি শুরু থেকেই বলছে- গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে। আমাদের এই অবস্থান পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না। আলোচনার সুযোগ নেই, কারণ এটি দলীয় ঐকমত্যের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে কার্যকর ও স্বাধীনভাবে পরিচালনা করার উপায় এবং দলীয় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আমরা ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়েছে।’

বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘জনগণের দীর্ঘদিনের দাবি- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। নির্বাচন কমিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে এই ধারণাটিই সময়োপযোগী।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, একটি কার্যকর ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখন একেবারেই পরিষ্কার- তিনি খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন। দলের নেতৃত্ব আরও শক্তিশালী করতে এবং চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে তিনি প্রস্তুত রয়েছেন।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ছাড়াও দলের নীতিনির্ধারক নেতারা উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে রাজনৈতিক বিষয়ক কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন।

নিজস্ব প্রতিবেদক :

২৮ অক্টোবর, ২০২৫,  7:44 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটের বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা নতুন করে আলোচনার সুযোগ নেই।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের গণভোট আয়োজন সম্ভব নয়। বিএনপি শুরু থেকেই বলছে- গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে। আমাদের এই অবস্থান পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না। আলোচনার সুযোগ নেই, কারণ এটি দলীয় ঐকমত্যের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে কার্যকর ও স্বাধীনভাবে পরিচালনা করার উপায় এবং দলীয় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আমরা ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়েছে।’

বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘জনগণের দীর্ঘদিনের দাবি- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। নির্বাচন কমিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে এই ধারণাটিই সময়োপযোগী।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, একটি কার্যকর ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখন একেবারেই পরিষ্কার- তিনি খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন। দলের নেতৃত্ব আরও শক্তিশালী করতে এবং চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে তিনি প্রস্তুত রয়েছেন।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ছাড়াও দলের নীতিনির্ধারক নেতারা উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে রাজনৈতিক বিষয়ক কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন।