ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
শারমিনের হাফ-সেঞ্চুরিতে টানা চতুর্থ জয় বাংলাদেশের শিক্ষকের ক্লাস ফাঁকিতে ঝড়ে পড়ছে শিশুরা ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি মেলেনি, লাশ যাচ্ছে যশোর কারাগারে ফরিদপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বিশাল গণমিছিল ও শোডাউন নেত্রকোনায় স্বামীর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্ত্রী ডা. লুৎফা হক ফরিদপুরের মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় যৌথ অভিযান, অস্ত্রসহ ওয়ার্কশপ মিস্ত্রি আটক রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে অভিনন্দন দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের গুজব রোধে মূলধারার গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে : আলী ইমাম মজুমদার ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী

নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার

#
news image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এই দুটি বিষয়ে কোনো ধরনের বিচ্যুতি দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

আজ রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনকে বানচাল করার প্রবণতা দেখতে পাচ্ছি। এনসিপি শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে এবং সংস্কার বা নির্বাচন বানচালে কোনো গোষ্ঠীর চেষ্টার সঙ্গে একাত্ম নয়।

তিনি বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে এবং সরকারে কাছে সুপারিশ পেশ করেছে। এই আলোচনা ও ঐকমত্যের পরও সরকার এখনও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করেনি।

আখতার অভিযোগ করেন, সংস্কারের বিষয়টাকে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সংস্কার বিলম্বিত করে সরকার জনগণের আন্দোলনের মাধ্যমে পাওয়া ম্যান্ডেটকে উপেক্ষা করছে। সংস্কারকে পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ এনসিপি নেতা বলেন, ঐকমত্য কমিশনের প্রথম প্রস্তাবের ভিত্তিতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, যাতে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাঠামোগত ক্ষমতা দেওয়া হয় এবং একটি বাধ্যতামূলক গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট অন্তর্ভুক্ত করা যায়।

আখতার বলেন, আমরা এই বিষয়টাও খেয়াল করছি, সরকারের ভেতরের কোনো একটা পক্ষ ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত ও সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই একটা ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছেন। গৃহীত সুপারিশ উপেক্ষা করার চেষ্টা করা হলে আসন্ন নির্বাচন ঝুঁকির মুখে পড়বে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য রক্ত ও জীবন দিয়েছে। এর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

আখতার হোসেন আরও বলেন, সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এনসিপি বিশ্বাস করে-বাংলাদেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যতের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

০৩ নভেম্বর, ২০২৫,  9:15 PM

news image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এই দুটি বিষয়ে কোনো ধরনের বিচ্যুতি দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

আজ রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনকে বানচাল করার প্রবণতা দেখতে পাচ্ছি। এনসিপি শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে এবং সংস্কার বা নির্বাচন বানচালে কোনো গোষ্ঠীর চেষ্টার সঙ্গে একাত্ম নয়।

তিনি বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে এবং সরকারে কাছে সুপারিশ পেশ করেছে। এই আলোচনা ও ঐকমত্যের পরও সরকার এখনও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করেনি।

আখতার অভিযোগ করেন, সংস্কারের বিষয়টাকে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সংস্কার বিলম্বিত করে সরকার জনগণের আন্দোলনের মাধ্যমে পাওয়া ম্যান্ডেটকে উপেক্ষা করছে। সংস্কারকে পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ এনসিপি নেতা বলেন, ঐকমত্য কমিশনের প্রথম প্রস্তাবের ভিত্তিতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, যাতে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাঠামোগত ক্ষমতা দেওয়া হয় এবং একটি বাধ্যতামূলক গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট অন্তর্ভুক্ত করা যায়।

আখতার বলেন, আমরা এই বিষয়টাও খেয়াল করছি, সরকারের ভেতরের কোনো একটা পক্ষ ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত ও সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই একটা ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছেন। গৃহীত সুপারিশ উপেক্ষা করার চেষ্টা করা হলে আসন্ন নির্বাচন ঝুঁকির মুখে পড়বে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য রক্ত ও জীবন দিয়েছে। এর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

আখতার হোসেন আরও বলেন, সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এনসিপি বিশ্বাস করে-বাংলাদেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যতের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।