ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
শারমিনের হাফ-সেঞ্চুরিতে টানা চতুর্থ জয় বাংলাদেশের শিক্ষকের ক্লাস ফাঁকিতে ঝড়ে পড়ছে শিশুরা ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি মেলেনি, লাশ যাচ্ছে যশোর কারাগারে ফরিদপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বিশাল গণমিছিল ও শোডাউন নেত্রকোনায় স্বামীর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্ত্রী ডা. লুৎফা হক ফরিদপুরের মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় যৌথ অভিযান, অস্ত্রসহ ওয়ার্কশপ মিস্ত্রি আটক রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে অভিনন্দন দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের গুজব রোধে মূলধারার গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে : আলী ইমাম মজুমদার ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী

বিএনপির মনোনয়ন ঘোষণা: খালেদা জিয়া ৩টি ও তারেক রহমান একটি আসনে প্রার্থী

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন তিনটি আসনে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন একটি আসনে।  

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। কয়েকটি আসন জোটের শরিকদের জন্যও রাখা হয়েছে। তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ঘোষিত আসনগুলোতেও পরিবর্তন আনা হতে পারে।’

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদ, পাশাপাশি দলের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০৩ নভেম্বর, ২০২৫,  9:17 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন তিনটি আসনে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন একটি আসনে।  

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। কয়েকটি আসন জোটের শরিকদের জন্যও রাখা হয়েছে। তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ঘোষিত আসনগুলোতেও পরিবর্তন আনা হতে পারে।’

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদ, পাশাপাশি দলের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।