প্রাথমিকে শিক্ষকদের বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচি: শিক্ষকদের দূরদূরান্তে বদলি
মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ :
০৭ ডিসেম্বর, ২০২৫, 8:54 PM
প্রাথমিকে শিক্ষকদের বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচি: শিক্ষকদের দূরদূরান্তে বদলি
সাম্প্রতিক বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে বহু প্রাইমারি শিক্ষককে দূরদূরান্তের উপজেলাগুলোতে বদলি করা হয়েছে। এতে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষক সমাজে। বদলির আদেশ পাওয়ার পর থেকেই অনেক শিক্ষক পরিবার,পরিজন থেকে দূরে যেতে বাধ্য হচ্ছেন বলে জানাচ্ছেন।
সূত্র মতে, বার্ষিক পরীক্ষা বর্জনের মাধ্যমে বিভিন্ন দাবি,দাওয়া তুলে ধরেছিলেন শিক্ষকরা। এর পরপরই বিভাগীয় এবং জেলা পর্যায়ের শিক্ষা দপ্তর থেকে কয়েক দফা বদলির আদেশ জারি হয়। শিক্ষকরা অভিযোগ করছেন,এটি আন্দোলন দমনের উদ্দেশ্যেই করা হয়েছে। তবে প্রশাসনের দাবি, বদলিগুলো নিয়মিত প্রক্রিয়ার অংশ, এতে আন্দোলনের সম্পর্ক নেই।
শিক্ষক সংগঠনের নেতারা জানান, হঠাৎ করে দূরবর্তী অঞ্চলে বদলি হওয়ায় অনেক শিক্ষকই মানসিক চাপে ভুগছেন। তারা বলেন,দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। কিন্তু এর প্রতিক্রিয়ায় যেভাবে শাস্তিমূলক বদলি দেওয়া হচ্ছে,তা অযৌক্তিক।
অন্যদিকে শিক্ষা কর্মকর্তাদের একাংশ মনে করেন, পরীক্ষা বর্জনের মতো পদক্ষেপ শিক্ষাব্যবস্থাকে ব্যাহত করে এবং শিক্ষার্থীদের ক্ষতি হয়। তাই প্রশাসন শৃঙ্খলা বজায় রাখতেই কিছু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে শিক্ষকরা পুনর্বিবেচনার দাবি জানালে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনো স্পষ্ট কোনো মন্তব্য দেয়নি। এদিকে বদলি স্থগিত করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন।
শিক্ষা অঙ্গনে এ বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে, এবং পরিস্থিতি সমাধানে সরকার ও শিক্ষক সমাজের মধ্যে সংলাপ জরুরি হয়ে পড়েছে।
মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ :
০৭ ডিসেম্বর, ২০২৫, 8:54 PM
সাম্প্রতিক বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে বহু প্রাইমারি শিক্ষককে দূরদূরান্তের উপজেলাগুলোতে বদলি করা হয়েছে। এতে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষক সমাজে। বদলির আদেশ পাওয়ার পর থেকেই অনেক শিক্ষক পরিবার,পরিজন থেকে দূরে যেতে বাধ্য হচ্ছেন বলে জানাচ্ছেন।
সূত্র মতে, বার্ষিক পরীক্ষা বর্জনের মাধ্যমে বিভিন্ন দাবি,দাওয়া তুলে ধরেছিলেন শিক্ষকরা। এর পরপরই বিভাগীয় এবং জেলা পর্যায়ের শিক্ষা দপ্তর থেকে কয়েক দফা বদলির আদেশ জারি হয়। শিক্ষকরা অভিযোগ করছেন,এটি আন্দোলন দমনের উদ্দেশ্যেই করা হয়েছে। তবে প্রশাসনের দাবি, বদলিগুলো নিয়মিত প্রক্রিয়ার অংশ, এতে আন্দোলনের সম্পর্ক নেই।
শিক্ষক সংগঠনের নেতারা জানান, হঠাৎ করে দূরবর্তী অঞ্চলে বদলি হওয়ায় অনেক শিক্ষকই মানসিক চাপে ভুগছেন। তারা বলেন,দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। কিন্তু এর প্রতিক্রিয়ায় যেভাবে শাস্তিমূলক বদলি দেওয়া হচ্ছে,তা অযৌক্তিক।
অন্যদিকে শিক্ষা কর্মকর্তাদের একাংশ মনে করেন, পরীক্ষা বর্জনের মতো পদক্ষেপ শিক্ষাব্যবস্থাকে ব্যাহত করে এবং শিক্ষার্থীদের ক্ষতি হয়। তাই প্রশাসন শৃঙ্খলা বজায় রাখতেই কিছু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে শিক্ষকরা পুনর্বিবেচনার দাবি জানালে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনো স্পষ্ট কোনো মন্তব্য দেয়নি। এদিকে বদলি স্থগিত করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন।
শিক্ষা অঙ্গনে এ বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে, এবং পরিস্থিতি সমাধানে সরকার ও শিক্ষক সমাজের মধ্যে সংলাপ জরুরি হয়ে পড়েছে।
সম্পর্কিত