ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ,কবিরহাট ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়নপত্র যাচাই,বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
 
শনিবার(৩ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই,বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে রিটার্নিং অফিসার ও নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।
 
মনোনয়ন যাচাইয়ের অংশ হিসেবে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের দাখিলকৃত কাগজপত্র, হলফনামা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়। যাচাই,বাছাই শেষে রিটার্নিং অফিসার তার প্রাথমিক প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
 
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন "আলহামদুলিল্লাহ" নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি নোয়াখালী-৫ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।
 
এ বিষয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধি,বিধান অনুসরণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে তা সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিষ্পত্তি করা হচ্ছে।
 
মনোনয়ন যাচাই,বাছাই কার্যক্রম চলাকালে নির্বাচন অফিস প্রাঙ্গণে প্রার্থীদের সমর্থক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
 
যাচাই,বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশ করা হবে। এরপর নোয়াখালী-৫ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোহাাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৪ জানুয়ারি, ২০২৬,  1:54 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ,কবিরহাট ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়নপত্র যাচাই,বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
 
শনিবার(৩ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই,বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে রিটার্নিং অফিসার ও নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।
 
মনোনয়ন যাচাইয়ের অংশ হিসেবে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের দাখিলকৃত কাগজপত্র, হলফনামা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়। যাচাই,বাছাই শেষে রিটার্নিং অফিসার তার প্রাথমিক প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
 
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন "আলহামদুলিল্লাহ" নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি নোয়াখালী-৫ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।
 
এ বিষয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধি,বিধান অনুসরণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে তা সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিষ্পত্তি করা হচ্ছে।
 
মনোনয়ন যাচাই,বাছাই কার্যক্রম চলাকালে নির্বাচন অফিস প্রাঙ্গণে প্রার্থীদের সমর্থক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
 
যাচাই,বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশ করা হবে। এরপর নোয়াখালী-৫ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।