ঢাকা ০৪ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন ৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয় বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে : আলী রীয়াজ ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম পিআর পদ্ধতির নির্বাচন বিভেদ-বিভাজন তৈরি করবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার ওপর মতামত আহবান সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

ফকিরহাটে এইচএসসি পরীক্ষার হলে দুই শিক্ষার্থী অসুস্থ

#
news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষার হলে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ১০টা  সকালে অনুষ্ঠিত পরীক্ষার সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিকভাবে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন কাজী আজাহার আলী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা কেয়া মনি, তিনি ফকিরহাট মহিলা কলেজের ছাত্রী এবং তার বাড়ি কামটা মৌভোগ, ফকিরহাট, বাগেরহাটে। অপরজন শিক্ষার্থী শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধীনে ফকিরহাট হেল্লাল উদ্দিন মহাবিদ্যালয়ের ছাত্রী ফিমা আক্তার, তার বাড়ি শুভদিয়া, কচুয়া, ফকিরহাট, বাগেরহাট।

বর্তমানে কেয়া মনির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও ফিমা আক্তার এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সরদার তানভীর মাহমুদ অনিক জানান, শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, কেয়া মনির অবস্থা স্থিতিশীল হলেও ফিমা আক্তারের অবস্থা এখনও গুরুতর।

অসুস্থ শিক্ষার্থীদের পরিবার দেশবাসীর কাছে তাদের সন্তানের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়াও, তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানিয়েছেন, যেন এই শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে মানবিক বিবেচনায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে ফকিরহাটবাসীসহ বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষ ।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট  প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  10:43 PM

news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষার হলে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ১০টা  সকালে অনুষ্ঠিত পরীক্ষার সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিকভাবে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন কাজী আজাহার আলী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা কেয়া মনি, তিনি ফকিরহাট মহিলা কলেজের ছাত্রী এবং তার বাড়ি কামটা মৌভোগ, ফকিরহাট, বাগেরহাটে। অপরজন শিক্ষার্থী শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধীনে ফকিরহাট হেল্লাল উদ্দিন মহাবিদ্যালয়ের ছাত্রী ফিমা আক্তার, তার বাড়ি শুভদিয়া, কচুয়া, ফকিরহাট, বাগেরহাট।

বর্তমানে কেয়া মনির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও ফিমা আক্তার এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সরদার তানভীর মাহমুদ অনিক জানান, শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, কেয়া মনির অবস্থা স্থিতিশীল হলেও ফিমা আক্তারের অবস্থা এখনও গুরুতর।

অসুস্থ শিক্ষার্থীদের পরিবার দেশবাসীর কাছে তাদের সন্তানের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়াও, তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানিয়েছেন, যেন এই শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে মানবিক বিবেচনায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে ফকিরহাটবাসীসহ বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষ ।